০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১, ২৪ শাওয়াল ১৪৪৫
`


রাস্তা সংস্কার ও পাকাকরণের দাবিতে জামালপুরে মানববন্ধন

- ছবি : নয়া দিগন্ত

জামালপুর পৌর এলাকার রামনগর ১২ নম্বরের মাত্র দেড় কিলোমিটার রাস্তার বেহাল অবস্থার কারণে ছয় গ্রামের প্রায় অর্ধলক্ষাধিক মানুষের দূর্ভোগ চরমে উঠেছে।

শনিবার স্থানীয় রামনগর নগর উন্নয়ন কমিটির আয়োজনে রাস্তাটি সংস্কার ও পাকাকরণের দাবিতে শহরের পশ্চিম রামনগর গ্রামে ঘণ্টাব্যাপী এই মানববন্ধন কর্মসূচি পালন করেন এলাকাবাসী।

এ সময় রামনগর নগর উন্নয়ন কমিটির সভাপতি আক্তারুজ্জামান আনছারীর সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন মানবাধিকারকর্মী জাহাঙ্গীর সেলিম, স্থানীয় আব্দুল হালিম চৌধুরীসহ এলাকার গন্যমান্য ব্যক্তিরা।

বক্তৃতারা বলেন, ‘এটি দেড়শ বছরের ঐতিহ্যবাহী জামালপুর পৌর সভার অবহেলিত ১২ নম্বর ওয়ার্ড। কিন্তু দেখে মনে হয়, এটি একটি দুর্গম চরাঞ্চল।’

মানববন্ধনে বক্তারা ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন, ‘আমরা পৌরসভার সকল প্রকার ট্যাক্স ও কর প্রদান করে আসছি। অথচ এই ওয়ার্ডের নাগরিকরা রাস্তা-ঘাট, বিদ্যুৎ, পানিসহ সকল প্রকার নাগরিক সুবিধা থেকে সম্পূর্ণভাবে বঞ্চিত।’

তারা অভিযোগ করে আরো বলেন, ‘নির্বাচন আসে নির্বাচন যায়। নেতা আসে ভোট চায়। ভোট নিয়ে প্রতিশ্রুতি দিয়ে যায়। কিন্তু ভোটের পর ভুলে যায় সব। যুগের পর যুগ চলে যাচ্ছে কিন্তু কোনো জনপ্রতিনিধি এই এলাকার দিকে ফিরেও তাকাচ্ছেন না।’

স্থানীয় আব্দুল মজিদ বলেন, ‘মাত্র দেড় কিলোমিটার বেহাল রাস্তার জন্য প্রতিদিন হাজার হাজার মানুষ চরম কষ্টের মধ্যে চলাচল করছেন।’

আলী আকবর বলেন, ‘এই সড়ক দিয়ে মধ্যের চর, ঝাউগরা, টগারচর এবং পইরবাড়ীসহ ছয়টি প্রায় অর্ধলক্ষাধিক লোক এবং কৃষি পণ্য নিয়ে শত শত যানবাহন চলাচল করে থাকে।’

রামনগর এলাকাবাসী জানান, ‘১২ নম্বর ওয়ার্ডে প্রায় ২০ থেকে ২২ হাজার মানুষ বসবাস করেন। এখানে কোনো শিক্ষা প্রতিষ্ঠান নেই। রাস্তা-ঘাট না থাকায় ছেলে-মেয়েদের অনেক কষ্ট করে শহরে গিয়ে পড়ালেখা করতে হয়। বিশেষ করে বর্ষা মৌসুমে যখন বৃষ্টি হয়। তখন ছাত্র-ছাত্রীদের শিক্ষা-প্রতিষ্ঠান যাওয়া বন্ধ হয়ে যায়। বিদ্যুতের স্থায়ী কোনো ব্যবস্থা নেই। বাঁশের খুটিতে ঝুলন্ত বৈদ্যুতিক তারে জড়িয়ে মাঝে মধ্যেই দুর্ঘটনা ঘটে।

ঘণ্টাব্যাপী মানববন্ধনে তারা দ্রুত সময়ের মধ্যে সড়কটি সংস্কার এবং পাকাকরণসহ একটি প্রাথমিক বিদ্যালয় স্থাপনের দাবি জানান। অন্যথায় এলাকাবাসী বৃহত্তর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ার দেন।


আরো সংবাদ



premium cement
ইসরাইলগামী সকল জাহাজে হামলার হুমকি হাউছিদের কংগ্রেস সর্বোচ্চ চেষ্টা করেও ৫০ আসন পাবে না : মোদি প্যারিসের বিশ্ববিদ্যালয় থেকে ফিলিস্তিনিপন্থী শিক্ষার্থীদের সরিয়েছে পুলিশ চুক্তিতে সম্মত হতে হামাসকে ৭ দিনের আল্টিমেটাম ইসরাইলের গফরগাঁওয়ে লরিচাকায় পিষ্ট হয়ে নারী নিহত রোহিঙ্গা গণহত্যা : মিয়ানমারের বিরুদ্ধে মামলার দ্রুত নিরসনে আশাবাদী বাংলাদেশ-গাম্বিয়া দোয়ারাবাজারে মইন হত্যাকারীদের গ্রেফতার দাবিতে বিক্ষোভ সাংবাদিকদের সুরক্ষায় প্রতিটি দেশের প্রতি যুক্তরাষ্ট্রের আহ্বান জলবায়ু সঙ্কট মোকাবেলায় অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন জোরদারের আহ্বান এডিবি প্রেসিডেন্টের মিরসরাইয়ে তীব্র তাপদাহে মরছে মাছ : লোকসানের মুখে চাষিরা মহেশখালীতে ত্রিমুখী লড়াইয়ের সম্ভাবনা, এগিয়ে জয়নাল

সকল