২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`

ঈশ্বরগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই উৎপাদনের দায়ে কারখানা বন্ধ

ঈশ্বরগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই উৎপাদনের দায়ে কারখানা বন্ধ - ছবি : নয়া দিগন্ত

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জের আঠারবাড়ী ইউনিয়নের তেলুয়ারী গ্রামের রিপন সেমাই কারখানায় অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই ও চানাচুর উৎপাদন করায় কারখানা সাময়িক বন্ধ ও জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার দুপুরে ওই কারখানা সাময়িক বন্ধ ও জরিমানা করা হয়।

জানা যায়, রিপন সেমাই কারখানার মালিক রিপন মিয়া ওই কারখানায় অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই ও চানাচুর উৎপাদন ও বাজারজাত করে আসছিলেন। প্রশাসনের কাছে এমন খবরে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: জাকির হোসেন ওই কারখানায় অভিযান চালায়। এ সময় কারখানার মালিক রিপন মিয়াকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে (২০০৯) ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ১০ হাজার টাকা জরিমানা ও কারখানাটির উৎপাদন কার্যক্রম সাময়িক বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়।

উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: জাকির হোসেন বলেন, অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই ও চানাচুর তৈরি ও বাজারজাত করায় কারখানার মালিককে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে (২০০৯) জরিমানা ও কারখানাটির উৎপাদন কার্যক্রম সাময়িক বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়েছে।


আরো সংবাদ



premium cement