২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫
`


জামালপুরে যমুনার পানি বিপদসীমার ১২৮ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত

জামালপুরে যমুনার পানি বিপদসীমার ১২৮ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত - ছবি : নয়া দিগন্ত

জামালপুরে সার্বিক বন্যা পরিস্থিতি আরো অবনতি হওয়ায় চরম দূর্ভোগ পোহাচ্ছেন পানিবন্দি প্রায় পাঁচ লাখ বন্যার্ত মানুষ। বুধবার বিকেল ৬টায় জেলার দেওয়ানগঞ্জ উপজেলার বাহাদুরাবাদ পয়েন্টে যমুনা নদীর পানি বিপদসীমার ১২৮ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়েছে। এদিকে রেল লাইনে পানি ওঠায় মঙ্গলবার রাত থেকে ইসলামপুর-দেওয়ানগঞ্জ রুটে ট্রেন চলাচল বন্ধ করে দিয়েছে রেল কর্তৃপক্ষ।

বুধবার সকাল ৮টার দিকে জেলার ইসলামপুর উপজেলার সাপধরী ইউনিয়নের কাশারীডোবা গ্রামে বন্যার পানিতে ডুবে কটা মণ্ডল (৩৫) নাম এক কৃষকের মৃত্যু হয়েছে। এছাড়াও জেলার মাদারগঞ্জ উপজেলায় মহিষবাথান-মাহমুদপুর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের ৫০ মিটার ভেঙে প্রবল বেগে পানি প্রবেশ করছে ১০টি গ্রামে। বন্যার পানিতে দেওয়ানগঞ্জ-তারাটিয়া-সানন্দবাড়ি পাকা সড়ক তলিয়ে যাওয়ায় সিএনজি, ট্রাক, বাস চলাচল বন্ধ হয়ে গেছে। দেওয়ানগঞ্জ উপজেলার ডাংধরা ইউনিয়নের কাউনিয়ারচর-জোয়ানেরচর রাস্তা পানির স্রোতে ভেঙে যাওয়ায় সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে।

এদিকে সিভিল সার্জন ডাক্তার প্রণয় কান্তি দাস সাংবাদিকদের জানান, এ পর্যন্ত বন্যা কবলিত এলাকার জন্য ৮০টি মেডিক্যাল টিম গঠন করা হয়েছে। দেওয়ানগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে পানি প্রবেশ করায় চিকিৎসা কার্যক্রম আপাতত বন্ধ রয়েছে। দেওয়ানগঞ্জে আরো ৩টি কমিউনিটি ক্লিনিকে বন্যার পানি উঠেছে।

জামালপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আবু সাঈদ সাংবাদিকদের জানান, যমুনা নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকবে এবং এ বন্যা দুই থেকে তিন সপ্তাহ পর্যন্ত থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।


আরো সংবাদ



premium cement