২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫
`

হতাশা নয়, ন্যায়সঙ্গত আন্দোলন বিজয়ী হবেই : ফখরুল

-


সরকার হটাতে দলমত নির্বিশেষে গণঐক্য গড়ে তোলার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গতকাল দুপুরে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে ‘আমরা বিএনপি পরিবার’ সেলের উদ্যোগে সরকারবিরোধী আন্দোলনে গুম-খুন-পঙ্গুত্বের শিকার নেতাকর্মীর পরিবারের সদস্যদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঈদ উপহার প্রদান উপলক্ষে অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।
মির্জা ফখরুল বলেন, আমাদের এখন প্রয়োজন হবে জনগণের মধ্যে ঐক্য সৃষ্টি করা। সেই একাত্তর সালে যুদ্ধে যেমন বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ হয়েছিল, ’৬৯-এ যেমন মানুষ ঐক্যবদ্ধ হয়েছিল, ’৯০-এ যেমন মানুষ ঐক্যবদ্ধ হয়েছিল একইভাবে ঐক্যবদ্ধ হয়ে বর্তমান ফ্যাসিস্টদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।

গুম-খুন হওয়া পরিবারের সদস্যদের সাথে সহমর্মিতা প্রকাশ করে মির্জা ফখরুল বলেন, এখানে ভিক্টটিম যারা আছেন বিশেষ করে যারা শিশু তাদের বলতে চাই, তোমরা কখনো আশা হারা হবে না, কখনো মনে করবে না যে, সবকিছু শেষ হয়ে গেছে। আমি অভিভাবকদের বলতে চাই, ভীরুতা, হতাশা যেন আপনাদের গ্রাস না করে। সবসময় মনে রাখতে হবে যে, এই গণতান্ত্রিক আন্দোলন, ভোটের আন্দোলন, অন্ন-বস্ত্রের যে আন্দোলন সেই আন্দোলন ন্যায়সঙ্গত আন্দোলন। অবশ্যই সেই আন্দোলনে আমরা বিজয়ী হবো।
কবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ‘দুঃসময়’ কবিতার প্রথম কয়েকটি লাইন পড়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, পাখা আর বন্ধ করা যাবে না। সবাই আমরা সাহস সঞ্চয় করি। শুভ দিন আমাদের আসবেই।বিজয় হবেই। কারণ অন্যায় কোনো দিন টিকে থাকতে পারে না, সত্যের জয় হবেই।

গুম-খুন হওয়া পরিবারের পাশে সবসময় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সম্পৃক্ত থাকায় তাকে আন্তরিক ধন্যবাদ জানান মির্জা ফখরুল। পরে ২০ পরিবারের সদস্যদের হাতে তারেক রহমানের ঈদ উপহার তুলে দেন তিনি।
সেলের আহ্বায়ক আতিকুর রহমান রুমনের সভাপতিত্বে ও নাজমুল হাসানের সঞ্চালনায় এই আলোচনা সভায় দলের কেন্দ্রীয় নেতা রুহুল কবির রিজভী, শামসুর রহমান শিমুল বিশ্বাস, রশিদুজ্জামান মিল্লাত, শহিদ উদ্দিন চৌধুরী এ্যানি, মীর হেলাল, যুবদলের আবদুল মোনায়েম মুন্না, স্বেচ্ছাসেবক দলের ইয়াসিন আলী, ছাত্রদলের রাকিবুল ইসলাম রাকিব, নাছির উদ্দীন নাছির, গুম-খুন হওয়া পরিবারের মধ্যে চৌধুরী আলমের ভাই খুরশীদ আলম মিন্টু, সাজেদুল ইসলাম সুমনের বোন সানজীদা ইসলাম তুলি, নুরে আলমের স্ত্রী রিনা আলম, মাহবুবুর রহমান বাপ্পীর বোন ঝুমুর আক্তার, পারভেজ রেজার ছোট মেয়ে হৃদি প্রমুখ বক্তব্য রাখেন।

বিএনপি নেতাদের স্ত্রীরা ভারতীয় শাড়ি কেনেন না : অনুষ্ঠানে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, প্রধানমন্ত্রী বলেছেন, ওরা এত কিছু করছে, বউয়ের শাড়িটা পোড়াতে পারে না, ইন্ডিয়া থেকে আনা শাড়ি। আমি বলতে চাই, আমাদের বিএনপি নেতারা ইন্ডিয়া থেকে শাড়ি তেমন কেনে না। নিজের পুরনো স্মৃতি তুলে রিজভী বলেন, আমার নানার বাড়ি হচ্ছে ইন্ডিয়ায়। বিয়ের পরে একবার গিয়েছিলাম। আমার ছোট মামা একটা শাড়ি দিয়েছিলেন। আমার স্ত্রীকে জিজ্ঞাসা করলাম যে, ওই শাড়িটা কই? আমাদের দেশের মেয়েরা শাড়ি পুরনো হলে সেটি দিয়ে কাঁথা সেলাই করতে দেয়। আমার মিসেস বললেন, কাঁথা সেলাই করতে কবে দিয়েছি সেটিও ছিঁড়ে গেছে। শেখ হাসিনা আপনি আজকে দেশ নিয়ে, দেশের স্বার্থ নিয়ে তামাশা করেন।


আরো সংবাদ



premium cement