৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১, ২০ শাওয়াল ১৪৪৫
`


কুমিল্লার ঘটনা একটি অপশক্তির পরিকল্পিত: ধর্মপ্রতিমন্ত্রী

-

ধর্মপ্রতিমন্ত্রী মো: ফরিদুল হক খান বলেছেন, কুমিল্লা নগরীর নানুয়া দীঘির উত্তর পাড়ের অস্থায়ী পূজামণ্ডপে পবিত্র কুরআন অবমাননা এবং পূজামণ্ডপ ভাঙচুরসহ বিভিন্ন স্থানে সহিংসতার ঘটনা একটি অপশক্তির ইচ্ছাকৃত ও পরিকল্পিত। এই অপশক্তি যে দলেরই হোক না কেন তাদের কোনো অবস্থাতেই ছাড় দেয়া হবে না। মন্ত্রী গতকাল নানুয়ার দীঘিরপাড়ের ঘটনাস্থল পরিদর্শনকালে এসব কথা বলেন। এ সময় কুমিল্লা সদর আসনের এমপি আ ক ম বাহাউদ্দিন বাহার, অধ্যাপক ডা: প্রাণ গোপাল দত্ত এমপি এবং পূজা উদযাপন কমিটিসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রতিমন্ত্রী আরো বলেন, অপশক্তি যে দলের হোক না কেন, আমাদের দলেরও যদি কেউ করে থাকে সেও এই অপশক্তি, তাদেরও কোনোভাবে ছাড় দেয়া হবে না। যারা দেশের বিরুদ্ধে কাজ করে তারাই কুমিল্লার এ ঘটনাটি ইচ্ছাকৃত এবং পরিকল্পিতভাবে করেছে। এ অপশক্তিকে কোনো অবস্থাতেই আর ছোবল দেয়ার সুযোগ দেয়া হবে না।


আরো সংবাদ



premium cement