৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১, ২০ শাওয়াল ১৪৪৫
`


বিএফইউজের মনিটরিং সেলের তথ্য

জুলাই মাসে ডিজিটাল আইনে ১০ সাংবাদিকের বিরুদ্ধে মামলা, গ্রেফতার ৬

-

গত জুলাই মাসে দেশে ডিজিটাল নিরাপত্তা আইনে ছয়জন সাংবাদিক গ্রেফতার হয়েছেন। এর মধ্যে দু'জন জামিনে মুক্তি পেয়েছেন। ডিজিটাল আইনে ১০ জনসহ বিভিন্ন মামলায় এক মাসে আসামি হয়েছেন ১১ জন সাংবাদিক। এ ছাড়া হামলা, হেনস্থা ও হুমকির মুখে পড়েছেন আরো সাতজন সংবাদকর্মী। ডিজিটাল আইনে মামলা ও গ্রেফতারের ঘটনাগুলো ঘটেছে কুষ্টিয়া, ঠাকুরগাও, বগুড়া, ফরিদপুর ও কুমিল্লায়। অন্য দিকে হামলার দু'টি ঘটনা ঘটেছে গাজীপুরের শ্রীপুর ও ঢাকার আশুলিয়ায়। হামলা ও মামলার সব কটি ঘটনা ঘটেছে সরকারের কর্মকর্তা কিংবা সরকারি দলের। নেতৃস্থানীয়দের পক্ষ থেকে। গতকাল বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

 


আরো সংবাদ



premium cement