০২ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১, ২২ শাওয়াল ১৪৪৫
`


শিক্ষার্থীদের ন্যায়নিষ্ঠ ও ভালো মানুষ হিসেবে গড়তে হবে : সৈয়দ সাইফুদ্দীন

-

মাইজভাণ্ডার দরবার শরিফের সাজ্জাদানশীন সৈয়দ সাইফুদ্দীন আহমদ আল হাসানী বলেছেন, বর্তমানে শিক্ষার্থীদের নিয়ে অভিভাবক ও শিক্ষকরা অনৈতিক পথে হাঁটছে। শিক্ষার্থীদের পরীক্ষায় কৃতিত্ব অর্জনের জন্য মানসিক চাপ সৃষ্টি করে তাদের প্রতিভা ও সৃষ্টিশীলতার মূলে আঘাত করা হচ্ছে। তিনি বলেন, শুধু পরীক্ষায় কৃতিত্ব অর্জনের দৌড়ে না ছুটে সন্তানেরা ভালো মানুষ হিসেবে বেড়ে উঠছে কি না সেদিকে বিশেষ নজর রাখতে হবে। শিক্ষক-অভিভাবকের মিলিত প্রচেষ্টায় শিক্ষার্থীদের সৎ, নীতিবান, ন্যায়নিষ্ঠ ও ভালো মানুষ হিসেবে গড়ার দিকে বিশেষ দৃষ্টি দিতে হবে। হজরত সৈয়দ মইনুদ্দীন আহমদ মাইজভাণ্ডারী ট্রাস্টের উদ্যোগে গতকাল রোববার মাইজভাণ্ডার দরবার শরিফে এসএসসি, এইচএসসি, দাখিল ও আলিম পরীক্ষায় উত্তীর্ণ কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন। এতে প্রধান অতিথি ছিলেন ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: সায়েদুল আরেফিন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন হজরত সৈয়দ মইনুদ্দীন আহমদ মাইজভাণ্ডার ট্রাস্টের মহাসচিব আলহাজ কাজী মহসীন চৌধুরী, ফটিকছড়ি থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) মো: আরিফুর রহমান (আরিফ), চট্টগ্রাম দক্ষিণ জেলা সাধারণ সম্পাদক কাজী মো: শহিদুল্লাহ, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট চট্টগ্রাম উত্তর জেলা অর্থ সম্পাদক এইচ এম মঞ্জুরুল আনোয়ার চৌধুরী প্রমুখ। আলোচনায় অংশগ্রহণ করেন, হজরত মাওলানা মুফতি বাকি বিল্লাহ আল আজহারী, হজরত মাওলানা বাকের আনসারী, মাওলানা মো: ইমাম উদ্দিন নূরী, মাওলানা মো: ফিরোজ আলম রেজভী, হজরত মাওলানা নঈম উদ্দিন, এইচ এম মাকসুদুর রহমান। বিজ্ঞপ্তি।


আরো সংবাদ



premium cement