০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১, ২৩ শাওয়াল ১৪৪৫
`


শিক্ষক-শিক্ষর্থীদেরর ওপর হামলার তদন্ত করবে ঢাবি

-

কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে ঢাকা বিশ^বিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে বিশ^বিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনা তদন্ত করবে সাত সদস্যের তদন্ত কমিটি। এর আগে গত ৯ জুলাই বিশ^বিদ্যালয়ের এক বিজ্ঞপ্তিতে ওই তদন্ত কমিটি গঠন করার কথা জানায় বিশ^বিদ্যালয় প্রশাসন। আগামী ২৩ জুলাই এ কমিটি বসবে বলে জানা গেছে। গতকাল রাতে নয়া দিগন্তকে এসব তথ্য নিশ্চিত করেছেন বিশ^বিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানী।
তিনি বলেন, প্রোভিসি (প্রশাসন) অধ্যাপক মুহাম্মদ সামাদকে আহ্বায়ক এবং সহকারী প্রক্টর অধ্যাপক মো: মাকসুদুর রহমানকে সদস্যসচিব করে গঠিত সাত সদেস্যের তদন্ত কমিটি আগামী ২৩ জুলাই বসবে। এ পর্যন্ত যেসব ডকুমেন্ট, স্মারকলিপি, দাবি, মতামত এবং অবজারভেশন পাওয়া গেছে, তা বিচার বিশ্লেষণ করে দেখবেন তারা। চলমান ঘটনার পরিপ্রেক্ষিতে এ কমিটি গঠন করা হয়েছে বলে তিনি জানান।


আরো সংবাদ



premium cement