২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫
`

দেওয়ানগঞ্জে প্রতিপক্ষের হামলায় প্রধান শিক্ষকসহ আহত ৫

-

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার হাতিভাঙ্গা ইউনিয়নের কাঁঠারবিল এবি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক ও হাতিভাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মো: হাফিজুর রহমান চৌধুরী এবং তার দুই ছেলেসহ পাঁচজনের ওপর দুর্বৃত্তরা হামলা চালিয়েছে। গত ১৪ জুন দুপুরে ওই হামলার ঘটনা ঘটেছে হাতিভাঙ্গা-বকশীগঞ্জ সড়কে। সন্ত্রাসী হামলায় আহতরা হচ্ছেনÑ এবি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক ও হাতিভাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মো: হাফিজুর রহমান চৌধুরী, তার দুই ছেলে নাহিদ চৌধুরী ও লাইস চৌধুরী, চাচাতো ভাই রায়হান চৌধুরী ও ফরিদ চৌধুরী। তাদেরকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে প্রধান শিক্ষক মো: হাফিজুর রহমান চৌধুরী বাদি হয়ে দেওয়ানগঞ্জ মডেল থানায় একটি অভিযোগ করেছেন। জানা যায়, এবি উচ্চবিদ্যালয়ের মাঠের জমিসংলগ্ন বিবাদি পক্ষ আ: আলীম, আপেল, মনিরুজ্জামান দুখু, আসিক, জিয়াউল, ছামাদ গংদের এক খণ্ড জমি রয়েছে। ওই জমির সুবাদে স্কুলের জমি জবরদখলের অপচেষ্টা চালিয়ে আসছে দীর্ঘ দিন ধরে। এ নিয়ে বিভিন্ন বিভাগের কর্মকর্তা ও গণ্যমান্যরা অনেকবার সালিশ বৈঠকে কাগজপত্র পর্যালোচনা করে সীমানা নির্ধারণ করে দেয়া হয়। কিন্তু এসব সিদ্ধান্ত অগ্রাহ্য করে সীমানা খুঁটি উপড়ে ফেলে তারা। এ জন্য প্রধান শিক্ষক আইনি ব্যবস্থা গ্রহণ করলে ক্ষেপে যায় বিবাদি পক্ষ। গত ১৪ জুন রোগী দেখতে যাওয়ার সময় পথিমধ্যে আলীম, আপেল গং দেশীয় আধুনিক অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে আক্রমণ চালিয়ে এবি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক ও হাতিভাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মো: হাফিজুর রহমান চৌধুরী, তার দুই ছেলে নাহিদ চৌধুরী ও লাইস চৌধুরী, চাচাতো ভাই রায়হান চৌধুরী ও ফরিদ চৌধুরীকে পিটিয়ে আহত করে। পরে এলাকাবাসী তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।


আরো সংবাদ



premium cement
নোয়াখালীতে ভূমিদস্যুর বিরুদ্ধে ঝাড়-মিছিল ব্রিটিশ তেলবাহী ট্যাংকারে হাউছিদের সরাসরি হামলা গাজা নিয়ে আলোচনার জন্য সৌদি আরব যাচ্ছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মিরসরাই প্রেস ক্লাবের নতুন সভাপতি মিঠু, সম্পাদক মাঈন আইসিসির সিদ্ধান্ত ইসরাইলকে প্রভাবিত করবে না : নেতানিয়াহু শনিবার বন্ধই থাকছে প্রাথমিক বিদ্যালয় মে মাসে দেশে সর্বকালের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হতে পারে ডাসারে শিশু খেলতে গিয়ে পানিতে পড়ে নিখোঁজ সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী ট্রাস্টের শরবত বিতরণ কর্মসূচি ঢাকা মহানগরী দক্ষিণের শতাধিক স্পটে জামায়াতের খাবার পানি ও স্যালাইন বিতরণ দ্বিপক্ষীয় বাণিজ্যিক বাধা দূর করতে সম্মত ভুটান ও বাংলাদেশ

সকল