০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১, ২৩ শাওয়াল ১৪৪৫
`


মানারাত ইন্টারন্যাশনাল স্কুল উত্তরা শাখার ইফতার মাহফিল অনুষ্ঠিত

মানারাত ইন্টারন্যাশনাল স্কুল উত্তরা শাখার ইফতার মাহফিল - ছবি : সংগৃহীত

মানারাত ইন্টারন্যাশনাল স্কুল উত্তরা শাখার উদ্যোগে পবিত্র রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৩ এপ্রিল) আব্দুল গফুর খানের পরিচালনায় ও প্রতিষ্ঠানের অধ্যক্ষ ড. মোশাররফ হোসেনের সভাপতিত্বে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক সচিব ও মানারাত ট্রাষ্টের চেয়ারম্যান মুহম্মদ ফজলুর রহমান।

অন্যদের মধ্যে বক্তব্য পেশ করেন বাংলাদেশ সুপ্রীম কোর্ট-এর আইনজীবী অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ, মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সাবেক ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এম উমার আলী, মানারাত ঢাকা ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ গুলশান-এর অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) মো: মেহেদী হাসান প্রামাণিক পিএসসি, ৫১ নম্বর ওয়ার্ড কমিশনার শরিফুর রহমান, আব্দুল হামিদ খান, বায়তুল আমান মসজিদের যুগ্ম সম্পাদক সৈয়দ মকবুল হোসেন, ড. আহসান হাবিব ইমরোজ, সাবেক যুগ্ম সচিব আবু আব্দুল্লাহ, ফজলুল হক খান, ১২ নম্বর সেক্টর কল্যাণ সমিতির সেক্রেটারি দেলোয়ার হোসাইন, ১১ নম্বর সেক্টর কল্যাণ সমিতির সভাপতি আলতাফ হেসেন সরকার ও সহ-সভাপতি সালাহ উদ্দীন, ১১ নম্বর সেক্টর কল্যাণ সমিতির প্রতিনিধি রেজাউল করিম প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে ফজলুর রহমান বলেন,‘মানারাত ইন্টারন্যাশনাল স্কুল উত্তরা এই বছর তার যাত্রা শুরু করেছে। রমজান মাসে উত্তরায় আমাদের যাত্রা শুরু হলো। আমরা আপনাদের সকলের সহযোগিতা চাই।’

অন্য বক্তারা মানারাতের উত্তরা ক্যাম্পাস প্রতিষ্ঠার উদ্যোগকে স্বাগত জানান।

অনুষ্ঠানে বিভিন্ন সেক্টর কল্যাণ সমিতির প্রতিনিধি, শিক্ষাবিদ, অবসর প্রাপ্ত সরকারি কর্মকর্তাসহ এলাকার বিশিষ্ট নাগরিকরা উপস্থিত ছিলেন।

প্রেস বিজ্ঞপ্তি


আরো সংবাদ



premium cement