১৬ মে ২০২৪, ০২ জৈষ্ঠ ১৪৩১, ০৭ জিলকদ ১৪৪৫
`


সাহিত্য জীবনের কথা বলে : ইব্রাহিম বাহারী

বিপরীত উচ্চারণ সাহিত্য-সংস্কৃতি সংসদ - ছবি : সংগৃহীত

বিসিএ’র সেক্রেটারি ইব্রাহিম বাহারী বলেছেন, সাহিত্য জীবনের কথা বলে। সমাজ পরিবর্তনে সাহিত্যের ভূমিকা অস্বীকার করার অর্থ মানব সভ্যতার ইতিহাস অস্বীকার করা। জাতির প্রতিটি সঙ্কটকালে বাংলা সাহিত্যের কবি, সাহিত্যিক ও লেখকরা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তাই আজ আমরা যারা সাহিত্য সংস্কৃতি চর্চা করছি তাদের মেধা ও মননকে কাজে লাগিয়ে জাতিকে জাগাতে হবে।

শুক্রবার বিপরীত উচ্চারণ সাহিত্য সংস্কৃতি সংসদের (বিসিএ) উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও সাহিত্য আড্ডায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

রাজধানীন মিরপুরে একটি চাইনিজ রেস্টুরেন্টে অনুষ্ঠিত অনুষ্ঠানটি পরিচালনা করেন কবি, গীতিকার আমিনুল ইসলাম। ওই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কথাসাহিত্যিক ও বিসিএ’র সেক্রেটারি ইব্রাহিম বাহারী, প্রধান আলোচক হিসেবে ছিলেন এ সময়ের অন্যতম প্রধান কবি হাসান আলীম। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কবি ইয়াকুব বিশ্বাস।

আরো উপস্থিত ছিলেন- বিশিষ্ট গল্পকার লিয়াকত আলী, শিল্পী মালিক আব্দুল লতিফ, কবি গীতিকার সুমন রায়হান, শিল্পী নুরুল ইমরান, অ্যাডভোকেট সুলতান মাহমুদ বান্না প্রমুখ। নবীন ও প্রথিতযশা কবিদের স্বরচিত কবিতা পাঠ ও শিল্পীদের গানে গানে মুখরিক ছিল আজকের এ সাহিত্য আড্ডা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান।

সাহিত্য আড্ডায় আরো লেখা পাঠ করেন মাজেদুর হাসু, ইসমাইল হোসেন, সাগর হাওলাদার, নোমান সাদিক, আবুল হোসেন ময়েজি, নজরুল ইসলাম, আব্দুল আহাদ শোয়েব, আব্দুল কাইউম, জাবির আনজুম ও আশিকুর রহমান।

সাহিত্য আড্ডায় পঠিত লেখাসমূহের উপর গঠনমূলক সমালোচনা করেন প্রধান আলোচক কবি হাসান আলীম। অনুষ্ঠানে সবার আলোচনাতেই বিপরীত উচ্চারণকে আরো সুসংগঠিত করে এভাবে সাহিত্য আড্ডাসহ ব্যাপক অনুষ্ঠান আয়োজন অব্যাহত রাখার পরামর্শ প্রদান করেন। প্রেসবিজ্ঞপ্তি


আরো সংবাদ



premium cement
বগুড়ায় কোল্ড স্টোরে ৫ লাখ ডিম, জরিমানা আদায় টাচেলকে আগামী মৌসুমেও দলে রাখার চেষ্টা করবে বায়ার্ন চাহিদার চেয়ে ২৩ লাখ কোরবানির পশু বেশি আছে : মন্ত্রী আলো দূষণ কী এবং এর প্রভাবে কী কী ক্ষতি হয় পাকিস্তানের টি-টোয়েন্টি বিশ্বকাপে জয়ের সুযোগ দেখছেন কারস্টেন নিউইয়র্কে নিলামে ক্লদ মনে পেইন্টিং ৩৫ মিলিয়ন ডলারে বিক্রি পূর্বধলায় শিক্ষার্থীর লাশ বিল থেকে উদ্ধার তুরস্কের কায়সেরি উচ্চতর ইসলামী গবেষণা কেন্দ্রে ইফতা বিভাগে প্রথম বাংলাদেশের আমিনুল রাহুল গান্ধীর সম্পত্তি ২০ কোটি, সস্ত্রীক অমিত শাহর ৬৫ কোটি ডেঙ্গু রোগীর বাড়িসহ আশপাশে সচেতনতা জোরদারের তাগিদ মেয়র আতিকুলের নিউক্যাসলকে হারিয়ে ইউরোপের আশা টিকিয়ে রাখলো ইউনাইটেড

সকল