২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫
`

টিকার ম্যাসেজ না পেলে ধৈর্য ধরুন : স্বাস্থ্য অধিদফতর

টিকার ম্যাসেজ না পেলে ধৈর্য ধরুন : স্বাস্থ্য অধিদফতর - ছবি : সংগৃহীত

নিবন্ধন করেও যারা করোনাভাইরাসের টিকা দেয়ার ম্যাসেজ পাচ্ছেন না তাদের ধৈর্য ধারণ করতে বলেছে স্বাস্থ্য অধিদফ্তর। রোববার অনলাইন বুলেটিনে অধিদফতরের মুখপাত্র অধ্যাপক ডা. নাজমুল ইসলাম বলেন, যাদের এখনো এসএমএস আসেনি তাদের অবশ্যই ধৈর্যসহ অপেক্ষা করতে হবে।

তিনি বলেন, টিকা নিতে এখন পর্যন্ত নিবন্ধন করেছেন ৫ কোটি ৫২ লাখেরও বেশি মানুষ। তাদের মধ্যে দুই কোটিরও বেশি মানুষ দুই ডোজ টিকা সম্পন্ন করেছেন। তবে যাদের নিবন্ধন হয়েছে, মোবাইল ফোনে এসএমএস এসেছে, যথাসময়ে তারা টিকা গ্রহণ করবেন।

অধ্যাপক নাজমুল ইসলাম আরো বলেন, স্বাস্থ্যবিধি মানার পাশাপাশি আমরা যেন টিকাকেন্দ্রগুলোতে অযথা ভিড় না করি। যারা টিকা নিতে যান, তাদের যেন আমরা অসুবিধার কারণ না হই।


আরো সংবাদ



premium cement