০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১, ২৭ শাওয়াল ১৪৪৫
`


বিশ্বে দৈনিক সংক্রমণের শীর্ষে ইরান, মৃত্যুতে ইন্দোনেশিয়া

বিশ্বে দৈনিক সংক্রমণের শীর্ষে ইরান, মৃত্যুতে ইন্দোনেশিয়া - ছবি : সংগৃহীত

মহামারী করোনাভাইরাসে আক্রান্ত বিশ্বেজুড়ে কমেছে দৈনিক মৃত্যুর সংখ্যা। একইসাথে উল্লেখযোগ্যভাবে কমেছে আক্রান্তের সংখ্যাও। গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৮ হাজার ২২ জনের। একই সময় নতুন করে এ ভাইরাসে আক্রান্ত হয়েছে ৪ লাখ ৭২ হাজার ৪১৮ জন।

এ দিকে গত ২৪ ঘণ্টায় আক্রান্তের শীর্ষে রয়েছে ইরান। অন্যদিকে দৈনিক মৃত্যুতে বরাবরের মতোই শীর্ষে রয়েছে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ইন্দোনেশিয়া। ২৪ ঘণ্টায় ইরানে করোনায় আক্রান্ত হয়েছে ৩৯ হাজার ৬১৯ জন। এছাড়া ভাইরাসটিতে আক্রান্ত হয়ে দেশটিতে মৃত্যু হয়েছে ৫৪২ জনের।

ইন্দোনেশিয়ায় গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১ হাজার ৪৯৮ জন। একই সময়ের মধ্যে দেশটিতে আক্রান্ত হয়েছে ২৬ হাজার ৪১৫ জন। এ নিয়ে বিশ্বে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা ছাড়িয়েছে ২০ কোটি ৩৪ লাখ ৪১ হাজার ১৫৭ জন। এর মধ্যে মৃতের সংখ্যা ছাড়িয়েছে ৪৩ লাখ ৭ হাজার ৩৮৭ জনে।

সোমবার সকাল সাড়ে ৮টার দিকে পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারে এসব তথ্য পাওয়া গেছে।

গত ২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্রে নতুন সংক্রমণের সংখ্যা উল্লেখযোগ্য পরিমাণে কমেছে। এই সময়ের মধ্যে দেশটিতে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ২৪ হাজার ৩৯০ জন। করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত এই দেশটিতে এখন পর্যন্ত ৩ কোটি ৬৫ লাখ ৪৩ হাজার ৩৩৮ জন করোনায় আক্রান্ত এবং ৬ লাখ ৩৩ হাজার ১১৬ জন মারা গেছেন।

এক নজরে দেশে দেশে করোনায় আক্রান্ত ও মৃত্যু-
এখন পর্যন্ত ফ্রান্সে ৬৩ লাখ ৫ হাজার ১৫৮ জন, রাশিয়ায় ৬৪ লাখ ৪৭ হাজার ৭৫০ জন, যুক্তরাজ্যে ৬০ লাখ ৬৯ হাজার ৩৬২ জন, ইতালিতে ৪৩ লাখ ৯৬ হাজার ৪১৭ জন, তুরস্কে ৫৯ লাখ ১৮ হাজার ৫৪০ জন, স্পেনে ৪৫ লাখ ৮৮ হাজার ১৩২ জন, জার্মানিতে ৩৭ লাখ ৯৭ হাজার ৮৩৬ জন এবং মেক্সিকোতে ২৯ লাখ ৬৪ হাজার ২৪৪ জন করোনায় আক্রান্ত হয়েছেন।

অন্য দিকে করোনায় আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ফ্রান্সে এক লাখ ১২ হাজার ২২০ জন, রাশিয়ায় এক লাখ ৬৪ হাজার ৮৮১ জন, যুক্তরাজ্যে এক লাখ ৩০ হাজার ৩২০ জন, ইতালিতে এক লাখ ২৮ হাজার ২২০ জন, তুরস্কে ৫২ হাজার ১৯৬ জন, স্পেনে ৮২ হাজার ৬ জন, জার্মানিতে ৯২ হাজার ২৮১ জন এবং মেক্সিকোতে ২ লাখ ৪৪ হাজার ২৪৮ জন মারা গেছেন।

 

এমবি


আরো সংবাদ



premium cement
সরকারের কাছে ধান বিক্রি করতে কৃষকদের যত ভোগান্তি ইসরাইলের রাফা অভিযান : জার্মানির কড়া প্রতিক্রিয়া চট্টগ্রামে সড়ক নিরাপত্তা নিশ্চিতে একসাথে কাজ করবে সিএমপি ও চসিক রাফায় ইসরাইলি অভিযানে ‘আমি বিরক্ত ও ব্যথিত’ : জাতিসঙ্ঘ প্রধান ৩ দিনের সফরে চট্টগ্রাম বন্দরে তুরস্ক নৌবাহিনীর জাহাজ আশুলিয়ায় ৫ টাকার উন্মুক্ত কবরস্থান উদ্বোধন গাবতলী বাস টার্মিনাল হবে মাল্টিমোডাল স্টেশন রাবিতে ছাত্রদল নেতাকে হলরুমে আটকে নির্যাতনের অভিযোগ ছাত্রলীগ নেতার বিরুদ্ধে খুলনার পিপির আইন পেশা পরিচালনার ওপর এক মাসের নিষেধাজ্ঞা কুলাউড়ায় যুবকের লাশ উদ্ধার সোনালী ব্যাংকের বিশেষ পর্ষদ সভা অনুষ্ঠিত

সকল