০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১, ২৩ শাওয়াল ১৪৪৫
`


বঙ্গবন্ধুর হত্যাকারী মাজেদের ফাঁসি কার্যকরে আইনমন্ত্রীর স্বস্তি প্রকাশ

- সংগৃহীত

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীতে তার একজন খুনির ফাঁসির রায় কার্যকর হওয়ায় রোববার স্বস্তি প্রকাশ করেছেন আইনমন্ত্রী আনিসুল হক।

তিনি বলেন, ‘২০১০ সালের ২৮ জানুয়ারি বঙ্গবন্ধু হত্যা মামলায় কারাবন্দি পাঁচ আসামির ফাঁসি কার্যকরের পর আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল পলাতক আসামিদের ফিরিয়ে এনে এই রায় কার্যকর করা।’

বঙ্গবন্ধুর খুনি আব্দুল মাজেদের রায় কার্যকরের প্রতিক্রিয়ায় রবিবার গুলশানের সরকারি আবাসিক অফিস থেকে দেয়া এক ভিডিও বার্তায় আইনমন্ত্রী এ কথা বলেন।

তিনি বলেন, ‘আমরা জনগণকে প্রতিশ্রুতি দিয়েছিলাম পলাতক খুনিদেরকে ফিরিয়ে এনে বঙ্গবন্ধু হত্যা মামলার রায় কার্যকর করব। শনিবার দিবাগত রাতে মাজেদের ফাঁসি কার্যকরের মাধ্যমে এ প্রতিশ্রুতির কিছুটা হলেও বাস্তবায়ন হয়েছে।’

কাজ এখনো শেষ হয় নাই উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘এখনো যারা পলাতক আছে তাদেরকে এনে এ রায় কার্যকর করার পরে বঙ্গবন্ধু হত্যা মামলার রায়ের বাস্তবায়ন সম্পূর্ণ হবে।’

‘বঙ্গবন্ধুকে হত্যায় জড়িত অবশিষ্ট পলাতক খুনিদের এ বাংলার মাটিতে ফিরিয়ে এনে আমাদের সর্বোচ্চ আদালতের দেয়া রায় কার্যকর করবো ইনশাল্লাহ।’ সূত্র : ইউএনবি


আরো সংবাদ



premium cement