১৮ জুন ২০২৪
`

মিরসরাইয়ে কোরবানির জন্য প্রস্তুত ‘বাহাদুর’

- ছবি : নয়া দিগন্ত

চট্টগ্রামের মিরসরাইয়ে কোরবানির ঈদকে সামনে রেখে ‘বাহাদুর’ নামে একটি গরু মোটাতাজা করা হয়েছে।

সরেজমিনে দেখা গেছে, উপজেলার সাহেরখালী ইউনিয়নের উত্তর ডোমখালী গ্রামের আলী মিয়াজি বাড়ির ইমাম হোসেন জিলানীর গরুটি দেখতে আশপাশের লোকজন ভীড় জমাচ্ছেন।

খোঁজ নিয়ে জানা গেছে, শাহীওয়াল জাতের বাহাদুরকে ২০২২ সালে সীতাকুন্ড উপজেলার পন্থিছিলা এলাকা থেকে ৬৫ হাজার টাকা দিয়ে কিনে দু’বছর সাত মাস লালন পালন করে এবারের কোরবানির জন্য প্রস্তুত করেছেন কৃষক ইমাম হোসেন জিলানি। দিনে দু’বেলা নিয়ম মাফিক খাবার খাওয়ানো ও সকালে একবার গোসল কারানো লাগে এ সুখম দেহের গরুটিকে। দৈনিক গড়ে এর পিছনে পরিচর্যা খাবারসহ ৫০০ টাকা ব্যয় করতে হয় পশুটির মালিককে।

কৃষক ইমাম হোসেন জিলানি বলেন, ‘ছোট বেলা থেকে পারিবারিকভাবে গরু লালন পালন করে আসছি। সে ধারাবাহিকতায় এবারো কোরবানির জন্য দু’টি গরু প্রস্তুত করেছি। একটি বাহাদুর আরেকটি ছোট। শখ করে লাল বাহাদুরকে লালন পালন করেছি। প্রত্যাশা অনুযায়ী বড় করতে পেরে আনন্দিত।’

তিনি আরো বলেন, লাল বাহাদুরের ওজন এখন ৬৫১ কেজি ছোট থেকে তাকে নিজের সস্তানের মতো আদর যত্ন করেছি। প্রকৃতিক খাবার দিয়েছি সব সময়।

কৃষক ইমাম হোসেনের ছোট ভাই আকবর হোসেন বলেন, ‘নিজের সন্তানের মতো আদর যত্ন করে আমার বড় ভাই গরুটিকে লালন পালন করে বড় করে তুলেছেন। একদম প্রাকৃতিক কাঁচা খড় শুকনো খড় খাওয়ানো হয় পশুটিকে।’


আরো সংবাদ



premium cement
বিক্রি হয়নি সাড়ে ২৩ লাখ পশু ‘রাজনীতি নিয়ে আলাপ হয়নি’, খালেদা জিয়ার সাথে সাক্ষাৎ শেষে মোশাররফ রাত ৮টা পর্যন্ত ডিএসসিসি’র ৬৪ ওয়ার্ডের শতভাগ বর্জ্য অপসারণ ইসরাইলি হামলায় গাজায় নিহত বেড়ে ৩৭,৩৪৭ ৬ ঘণ্টায় কোরবানির বর্জ্য শতভাগ অপসারণ হয়েছে, দাবি ডিএনসিসি’র ৫০ হাজার টাকার খাসির চামড়া দাম ১৫ টাকা উপকূলের জনজীবনে কষ্টের ছাপ তবুও মুখে হাসি মিশরের সাবেক প্রেসিডেন্ট মুরসি কি আরব বসন্তের ‘ট্র্যাজিক হিরো’? কোরবানির পশুর চামড়া যেমন দামে বেচাকেনা চলছে খালেদা জিয়ার সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় করতে ফিরোজায় বিএনপির শীর্ষ নেতারা টি-টোয়েন্টি বিশ্বকাপে ‘সুপার এইটে’ বাংলাদেশ ম্যাচের সময়সূচি

সকল