২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫
`

ইরানি চলচ্চিত্র পরিচালক জাফর পানাহি জামিনে মুক্তি পেয়েছেন

স্ত্রীর সাথে বাড়ি ফিরছেন জাফর পানাহি - ছবি - ইন্টারনেট

বিখ্যাত ইরানি চলচ্চিত্র নির্মাতা জাফর পানাহি (৬২) জামিনে মুক্তি পেয়েছেন। আটকের প্রতিবাদে অনশন করার পর তেহরানের এভিন কারাগার থেকে তাকে মুক্তি দেয়া হয়।

পানাহির আইনজীবী ইউসেফ মৌলাই এ খবর নিশ্চিত করেছেন।

তিনি জানিয়েছেন যে পানাহি জামিনে মুক্তি পেয়েছেন এবং বাড়ি ফিরেছেন।

অ্যাসোসিয়েটেড প্রেস নিউজ এজেন্সি জানিয়েছে, দুই দিন অনশন করার পর পানাহি ভালো আছেন বলে তার আইনজীবী জানান।

পানাহির স্ত্রী তাহেরেহ সাইদি ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেছেন, যেখানে দেখা যাচ্ছে স্বামীকে গাড়িতে করে বাড়ি নিয়ে যাচ্ছেন।

তার মুক্তির বিষয়ে বিচার বিভাগ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

বৃহস্পতিবার খবরে বলা হয় যে পানাহি অনশন শুরু করেন। তিনি খাবার ও পানি প্রত্যাখ্যান করেছিলেন।

এই ঘটনার পর তাকে নিয়ে বিশ্বজুড়ে উদ্বেগের সৃষ্টি হয়েছিল। যিনি ইউরোপের শীর্ষ তিনটি চলচ্চিত্র উৎসবে পুরস্কার জিতেছেন।

সূত্র : আল-জাজিরা


আরো সংবাদ



premium cement