২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫
`

জেরুসালেম শহরের অস্থিরতা নিয়ে চীনের উদ্বেগ

আল-আকসা মসজিদে ইসরাইলি সেনাবাহিনীর তাণ্ডব - ছবি : সংগৃহীত

ফিলিস্তিনের জেরুসালেম শহরের বর্তমান অস্থিরতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে চীন। বুধবার চীনের পক্ষ থেকে এ উদ্বেগ প্রকাশ করা হয়।

ফিলিস্তিনের আল-আকসা মসজিদে ইসরাইলি সেনাবাহিনীর তাণ্ডবের কারণে বর্তমানে যে অস্থিরতা সৃষ্টি হয়েছে তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে চীন। ইসরাইলি এ হামলার কারণে শত শত ফিলিস্তিনি মুসল্লি আহত হয়েছেন।

এ বিষয়ে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েনবিন বলেন, জেরুসালেম শহরের বর্তমান অস্থিরতা নিয়ে চীন উদ্বিগ্ন।

তিনি আরো বলেন, চীন যে কোনো ধরনের একপক্ষীয় (ইসরাইলি) পদক্ষেপের বিরোধী। এ ধরনের একপক্ষীয় পদক্ষেপের কারণে স্থিতিশীলতা নষ্ট হয়। ইসরাইলি ও ফিলিস্তিনিদের মধ্যে বর্তমান অস্থিরতা নিয়ে আরো আন্তর্জাতিক পদক্ষেপেরও আহ্বান জানান তিনি।

সূত্র : ইয়েনি শাফাক


আরো সংবাদ



premium cement