০৬ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১, ২৬ শাওয়াল ১৪৪৫
`


‘জ্বালানি নিরাপত্তায় রাশিয়ার সাথে সহযোগিতায় আগ্রহী আমিরাত’

রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সাথে আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী শেখ আবদুল্লাহ বিন জায়েদ - ছবি : এএফপি

সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী শেখ আবদুল্লাহ বিন জায়েদ আল-নাহিয়ান বলেছেন, জ্বালানি নিরাপত্তায় রাশিয়ার সাথে সহযোগিতার সম্পর্কে দেশটি আগ্রহী।

বৃহস্পতিবার রাশিয়ার রাজধানী মস্কোতে সফরকালে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সাথে বৈঠকের পর এক সংবাদ সম্মেলনে এই কথা বলেন তিনি।

আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘জ্বালানি ও খাদ্য বাজারের স্থিতিশীলতা রক্ষায় এটি গুরুত্বপূর্ণ।’

তিনি বলেন, ‘আমরা ইউক্রেন সংকটে মধ্যস্থতার সব প্রচেষ্টাকে স্বাগত জানাই। সংযুক্ত আরব আমিরাত শান্তিপূর্ণ সমাধানের জন্য সুযোগ জোরদারে উভয়পক্ষের সাথে যুক্ত হতে প্রস্তুত রয়েছে।’

গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন শুরু হওয়ার পর যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলো রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। এর পরিপ্রেক্ষিতে রাশিয়ার জ্বালানি তেলের রফতানিতেও নিষেধাজ্ঞা আরোপ হয়। এর ফলে বাড়তি জ্বালানির জন্য সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর ওপর অতিরিক্ত তেল উৎপাদনের আহ্বান জানিয়ে আসছে যুক্তরাষ্ট্র।

তবে সৌদি আরব ও আমিরাত বলছে, নতুন করে তেল উৎপাদন বাড়ানোর জন্য তাদের বিশ্বের তেল রফতানিকারক দেশগুলোর সংস্থা ওপেক ও সহযোগীদের সাথে আলাপ করতে হবে।

জাতিসঙ্ঘের নিরাপত্তা পরিষদে ইউক্রেনে হামলার কারণে রাশিয়ার বিরুদ্ধে নিন্দা প্রস্তাবে ভোট দেয়া থেকে বিরত থাকে আমিরাত।

সূত্র : আলআরাবিয়া


আরো সংবাদ



premium cement