০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১, ২৫ শাওয়াল ১৪৪৫
`


ইয়েমেনে বিমান হামলার বিষয়টি অস্বীকার করেছে সৌদি জোট

ইয়েমেনের বিধ্বস্ত বাড়ি-ঘরের ইট, পাথরের ভাঙা টুকরোর মধ্য থেকে হতাহত ব্যক্তিদের শরীর টেনে তোলা হচ্ছে - ছবি : সংগৃহীত

উত্তর ইয়েমেনে সাদা শহরের কারাগারে বিমান হামলার বিষয়টি অস্বীকার করেছে সৌদি আরব নেতৃত্বাধীন সামরিক জোট। শনিবার এমন সংবাদ প্রকাশ করেছে আল-জাজিরা।

শুক্রবার হাউছিদের এক কর্মকর্তা ও আন্তর্জাতিক চিকিৎসা সেবার ক্ষেত্রে দাতব্য সংস্থা ‘ডক্টরস উইদাউট বর্ডারস’ জানিয়েছে, ৭০ জনের বেশি বেসামরিক মানুষ ওই বোমা হামলায় নিহত হয়েছেন। উত্তর ইয়েমেনে সাদা শহরের কেন্দ্রে অবস্থিত এক কারাগারে (সৌদি আরব নেতৃত্বাধীন সামরিক জোটের) বোমা হামলায় এসব মানুষ নিহত হয়েছেন।

এ বিষয়ে ইয়েমেনের ওই এলাকা নিয়ন্ত্রণকারী হাউছিদের এক ভিডিও ফুটেজে দেখা গেছে, বিধ্বস্ত বাড়ি-ঘরের ইট, পাথরের ভাঙা টুকরোর মধ্য থেকে হতাহত ব্যক্তিদের শরীর টেনে তোলা হচ্ছে।

এ বিষয়ে বার্তা সংস্থা এপিকে উত্তর ইয়েমেন শাসনকারী হাউছি কর্তৃপক্ষের স্বাস্থ্যমন্ত্রী তাহা আল-মোতাওয়াকেল বলেন, ৭০ জনের বেশি বন্দী এ হামলায় নিহত হয়েছেন। বেসামরিক লক্ষ্যবস্তুতে ইচ্ছাকৃত এ হামলার বিষয়ে সৌদি আরব নেতৃত্বাধীন সামরিক জোটকে অভিযুক্ত করেন তিনি।

তিনি বলেন, এ ধরনের হামলাকে মানবতাবিরোধী যুদ্ধাপরাধ বলে বিবেচনা করছে হাউছি কর্তৃপক্ষ। বিশ্ব সম্প্রদায়ের উচিৎ এ বিষয়ে কার্যকর পদক্ষেপ নেয়া।

এ বিষয়ে ডক্টরস উইদাউট বর্ডারস জানিয়েছে, কমপক্ষে ৭০ জনের বেশি বেসামরিক ব্যক্তি এ বিমান হামলায় নিহত হয়েছেন। এছাড়া আরো ১৩৮ ব্যক্তি আহত হয়েছেন।

তবে সৌদি জোট এ হামলার বিষয়টি অস্বীকার করেছে। কারণ, ওই এলাকাটি তাদের আক্রমণের কোনো লক্ষ্যবস্তু ছিল না। জাতিসঙ্ঘ ইয়েমেনের সাদা শহরে বোমা হামলার মাধ্যমে অসংখ্য বেসামরিক ব্যক্তি হত্যার বিষয়ে সমালোচনা করার পর এমন মন্তব্য করেছে সৌদি জোট।

সূত্র : আল-জাজিরা


আরো সংবাদ



premium cement
গ্রিড লাইনের ত্রুটিতে সিলেট বিভাগে বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন ভুক্তভোগী নারী ও তার পাশে দাঁড়ানো ব্যক্তিদের হয়রানির প্রতিবাদ বাড্ডায় নারীর অর্ধগলিত লাশ উদ্ধার কথিত স্বামী পলাতক গ্রেফতারকৃতদের পরিবারের সাথে সাক্ষাৎ করবে খতমে নবুওয়ত ঝিনাইদহ-১ আসনে উপ-নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী নায়েব আলী জাতীয় গ্রিডে ত্রু‌টি, সিলেট বিভাগে বিদ্যুৎ বিপর্যয় ফিলিস্তিনি শিক্ষার্থীদের জন্য ঢাবিতে নিয়মিত ২০ আসন বরাদ্দ রেকর্ড গড়ে সাদিক খান আবারো লন্ডনের মেয়র আগামী ২ মাসের মধ্যে ভাঙ্গা-খুলনা-যশোর পর্যন্ত ট্রেন চালু হবে : জিল্লুল হাকিম ফতুল্লায় ব্যবসায়ী অপহরণ, গ্রেফতার ৭ তাপদাহের কারণে গোসল করতে গিয়ে কলেজছাত্রের মৃত্যু

সকল