০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১, ২৫ শাওয়াল ১৪৪৫
`


আবু ধাবিতে ড্রোন হামলা, দুই ভারতীয়সহ মৃত তিন

আবু ধাবিতে ড্রোন হামলা, দুই ভারতীয়সহ মৃত তিন - ছবি : সংগৃহীত

আবু ধাবিতে ড্রোন হামলার জেরে তিনটি তেলের ট্যাঙ্কারে বিস্ফোরণ। মৃত তিন। দুই ভারতীয় ও একজন পাকিস্তানি।

আমিরাতের সরকারি সংবাদসংস্থা জানিয়েছে, ড্রোন থেকে বোমা ফেলা হয়। যার জেরে তিনটি তেলের ট্যাঙ্কারে আগুন লাগে। তার জেরে আবুধাবি বিমানবন্দরের এক্সটেনশনেও আগুন ছড়ায়। ইয়েমেনে ইরানের মদতপুষ্ট হাউসি বিদ্রোহীরা এই হামলার দায় স্বীকার করেছে। আমিরাতের কূটনীতিক আনোয়ার গার্গাশও জানিয়েছেন, হাউসি বিদ্রোহীরা এই কাজ করেছে।

সাংবাদিক সম্মেলনে হাউসির সেনা মুখপাত্র জানিয়েছেন, আবু ধাবি ও দুবাই বিমানবন্দর এবং তেল পরিশোধনাগার লক্ষ্য করে তারা ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা করেছে। তবে এই দাবির পক্ষে কোনো তথ্যপ্রমাণ দেয়া হয়নি।

পুলিশ জানিয়েছে, তাদের তদন্ত অনুযায়ী ড্রোন থেকেই হামলা চালানো হয়েছিল। তেল পরিশোধনাগার ও বিমানবন্দর লক্ষ্য করে হামলা চালানো হয়। তবে তারা ক্ষেপণাস্ত্র হামলার উল্লেখ করেনি। তারা জানিয়েছে, ড্রোনের মতো ছোট উড়ন্ত জিনিস দেখতে পাওয়া গেছে। হাউসি এর আগে সৌদি আরবেও একাধিকবার ড্রোন হামলা করেছে।

সোমবার সন্ধ্যায় মার্কিন সেক্রেটারি অফ স্টেট অ্যান্টনি ব্লিংকেন আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী শেখ আবদুল্লা বিন জায়েদকে ফোন করে এই ঘটনার নিন্দা করেছেন।

আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয় একটি বিবৃতিতে জানিয়েছে, আমিরাতের জমিতে হাউসি বিদ্রোহীরা যে আক্রমণ চালিয়েছে, তা কোনোভাবেই মানা যায় না। তারা এজন্য শাস্তি পাবে।

কতটা ক্ষয়ক্ষতি হয়েছে?

আবুধাবি পুলিশ জানিয়েছে, বিমানবন্দরে সামান্য আগুন লাগে। নির্মীয়মান এয়ারপোর্ট এক্সটেনশনে এই আগুন লেগেছিল।

বিবৃতিতে বলা হয়েছে, তিনটি তেলের ট্যাঙ্কারে আলাদা আলাদা বিস্ফোরণ হয়। এই ট্যাঙ্কারগুলো রাষ্ট্রায়ত্ত্ব তেল কোম্পানির গুদামের কাছে দাঁড়িয়েছিল। প্রাথমিক তদন্তে দেখা গেছে, ড্রোনের মতো ছোট উড়ন্ত জিনিস থেকে হামলা হয়েছে।
সূত্র : ডয়চে ভেলে


আরো সংবাদ



premium cement
গ্রিড লাইনের ত্রুটিতে সিলেট বিভাগে বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন ভুক্তভোগী নারী ও তার পাশে দাঁড়ানো ব্যক্তিদের হয়রানির প্রতিবাদ বাড্ডায় নারীর অর্ধগলিত লাশ উদ্ধার কথিত স্বামী পলাতক গ্রেফতারকৃতদের পরিবারের সাথে সাক্ষাৎ করবে খতমে নবুওয়ত ঝিনাইদহ-১ আসনে উপ-নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী নায়েব আলী জাতীয় গ্রিডে ত্রু‌টি, সিলেট বিভাগে বিদ্যুৎ বিপর্যয় ফিলিস্তিনি শিক্ষার্থীদের জন্য ঢাবিতে নিয়মিত ২০ আসন বরাদ্দ রেকর্ড গড়ে সাদিক খান আবারো লন্ডনের মেয়র আগামী ২ মাসের মধ্যে ভাঙ্গা-খুলনা-যশোর পর্যন্ত ট্রেন চালু হবে : জিল্লুল হাকিম ফতুল্লায় ব্যবসায়ী অপহরণ, গ্রেফতার ৭ তাপদাহের কারণে গোসল করতে গিয়ে কলেজছাত্রের মৃত্যু

সকল