২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫
`

খুলে দেয়া হলো মিশরের ৩০০০ বছরের প্রাচীন রাজপথ

খুলে দেয়া হলো মিশরের ৩০০০ বছরের প্রাচীন রাজপথ -

মিশরের লাক্সরে তিন হাজার বছরের পুরনো এক রাজপথ আবার চালু করা হয়েছে। 'অ্যাভিনিউ অফ স্ফিংস' নামের এই রাস্তাটি সম্প্রতি এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে খুলে দেয়া হয়েছে।

ফারাও যুগের রথ এবং শত শত শিল্পী যে পথটি আবার ব্যবহার করতে শুরু করেন সেটি খুঁড়ে বের করতে সময় লেগেছে কয়েক দশক।

মিশরের প্রাচীন যুগের দুটি গুরুত্বপূর্ণ মন্দিরের সংযোগ পথ ছিল এই রাজপথ।

ফারাওদের সময়ে প্রতি বছর এই সড়ক ধরে যে ধরনের শোভাযাত্রা বের হতো, উদ্বোধনীর দিনে সেরকম আয়োজন করা হয়েছিল।

এই অনুষ্ঠানে যে সঙ্গীত ব্যবহার করা হয় তার বাণী নেয়া হয়েছিল মন্দিরের দেয়ালের হায়ারোগ্লিফিকসে লেখা নানা গল্প থেকে।

মিশরে এখন চলছে করোনা মহামারী এবং নানা ধরনের রাজনৈতিক গোলমাল। কিন্তু সরকার আশা করছে এই নতুন দর্শনীয় স্থান তার মুখ থুবড়ে পড়া পর্যটন শিল্পকে চাঙ্গা করতে সাহায্য করবে।
সূত্র : বিবিসি


আরো সংবাদ



premium cement