০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১, ২৩ শাওয়াল ১৪৪৫
`


তিউনিসিয়ায় পার্লামেন্ট স্থগিতের আদেশে তুরস্কের উদ্বেগ

তুর্কি পররাষ্ট্র মন্ত্রণালয়ের দফতর - ছবি : আনাদোলু এজেন্সি

তিউনিসিয়ার প্রেসিডেন্ট কায়েস সাইদের দেশটির পার্লামেন্ট স্থগিত করার আদেশে গভীর উদ্বেগ জানিয়েছে তুরস্ক। সোমবার তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রকাশিত এক বিবৃতিতে এই কথা জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, 'তিউনিসিয়ার গণতান্ত্রিক অর্জন ও অনন্য অবস্থানকে রক্ষা করা, যা এই অঞ্চলের জনগণের আশা অনুসারে গণতান্ত্রিক প্রক্রিয়ার উদাহরণযোগ্য সাফল্য, শুধু তিউনিসিয়ার জন্যই নয় বরং এই অঞ্চলের জন্য গুরুত্বপূর্ণ।'

এতে বলা হয়, 'আমরা আশা করি গণতান্ত্রিক বৈধতা তিউনিসিয়ার সংবিধান অনুসারে যত শিগগির সম্ভব পুনরায় প্রতিষ্ঠিত হবে।'

এতে আরো বলা হয়, 'তিউনিসিয়ার জনগণের ওপর তুরস্কের কোনো সন্দেহ নেই যারা গণতন্ত্রের পথে সফলতার সাথে বিভিন্ন চ্যালেঞ্জ অতিক্রম করেছে, এই পরীক্ষাও অতিক্রম করবে।'

এছাড়া তুরস্কের পার্লামেন্টের স্পিকার মোস্তাফা সেনতপ এক টুইট বার্তায় বলেছেন, 'তিউনিসিয়ায় যা হচ্ছে তা উদ্বেগজনক। নির্বাচিত পার্লামেন্ট ও পার্লামেন্ট সদস্যদের তাদের দায়িত্ব পালনে নিষেধের সিদ্ধান্ত সাংবিধানিক শৃঙ্খলার বিরুদ্ধে অভ্যুত্থান।'

তিনি বলেন, 'অন্য যেকোনো জায়গার মতো তিউনিসিয়ায় সামরিক বা আমলাতান্ত্রিক যেকোনো অভ্যুত্থান অবৈধ। তিউনিসিয়ার জনগণ সাংবিধানিক ও আইনি শৃঙ্খলা রক্ষা করবে।'

তুরস্কের প্রেসিডেন্টের মুখপাত্র ইবরাহিম কালিন এক টুইট বার্তায় তিউনিসিয়ার পরিস্থিতিকে 'গণতান্ত্রিক প্রক্রিয়ার স্থগিতাদেশ' হিসেবে উল্লেখ করেন।

তিনি বলেন, 'সাংবিধানিক বৈধতা ও জনগণের সমর্থনহীন এই কার্যক্রমের আমরা নিন্দা জানাচ্ছি। আমরা বিশ্বাস করি তিউনিসিয়ার গণতন্ত্র এই প্রক্রিয়ায় আগের চেয়ে আরো শক্তিশালী হয়ে ফিরে আসবে।'

এর আগে রোববার রাজধানী তিউনিসসহ বিভিন্ন শহরে সরকারবিরোধী বিক্ষোভের পর দেশটির প্রেসিডেন্ট কায়েস সাইদ প্রধানমন্ত্রী হিশাম মাশিশিকে বরখাস্ত ও পার্লামেন্ট স্থগিত করার আদেশ দেন।

এই আদেশের জেরে তিউনিসিয়ায় পার্লামেন্ট সদস্য, রাজনৈতিক দল ও সমর্থকরা বিক্ষোভ শুরু করে। পার্লামেন্ট স্পিকার ও বৃহত্তম রাজনৈতিক দল আল-নাহদার প্রধান রশিদ গানুশি তিউনিসিয়ার বিপ্লব ও গণতন্ত্র রক্ষায় পার্লামেন্টের সামনে জড়ো হওয়ার আহ্বান জানান।

সূত্র : আনাদোলু এজেন্সি ও ডেইলি সাবাহ


আরো সংবাদ



premium cement
যুক্তরাষ্ট্রে গৃহযুদ্ধের আশঙ্কা করছে মার্কিন ভোটারদের ৪১ শতাংশ কালিয়াকৈরে ট্রাকের পেছনে পিকআপভ্যানের ধাক্কায় নিহত ২ স্বপ্ন জয়ের লক্ষ্যে জবিতে পরীক্ষা দিলেন বিশেষ চাহিদাসম্পন্ন ৯ শিক্ষার্থী ইউরোপ ‘ত্রিমুখী ঝুঁকির’ সম্মুখীন : ইমানুয়েল ম্যাক্রোঁ সরকারকে চাপে ফেলতে বিএনপি নিজেরাই চাপে আছে : ওবায়দুল কাদের রাজবাড়ীতে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে আহত ১০ ডুয়েট শিক্ষার্থী-পরিবহন শ্রমিক সংঘর্ষ, ঢাকা-গাজীপুর বাস চলাচল বন্ধ রাঙ্গামাটির বাঘাইছড়িতে পাহাড় ধসে বন্ধ সড়ক যোগাযোগ বিকেএসপিতে সাকিব ঝড়, অবসান ৫ বছরের অপেক্ষা গলাচিপায় একই পরিবারের ৪ জনের দাফন সম্পন্ন গলাচিপায় ডায়রিয়ায় আক্রান্ত হয়ে শিশুর মৃত্যু

সকল