০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১, ২৫ শাওয়াল ১৪৪৫
`


‘কারাগারে নিহত ইসরাইলি গোয়েন্দা কর্মকর্তা বড় ধরনের গোপন তথ্য ফাঁস করতে চেয়েছিলেন’

ইসরাইলের সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল আভিভ কোচাভি। - ছবি : সংগৃহীত

ইসরাইলের সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল আভিভ কোচাভি বলেছেন, গত মাসে একটি সামরিক কারাগারে রহস্যজনকভাবে যে গোয়েন্দা কর্মকর্তা নিহত হয়েছেন তিনি বড় ধরনের রাষ্ট্রীয় গোপন তথ্য ফাঁস করে দিতে চেয়েছিলেন। তবে শেষ মুহূর্তে ওই গোপন তথ্য ফাঁস করা ঠেকানো হয়েছে।

জেনারেল কোচাভি তার ভাষায় বলেন, ‘আমরা তার দেখাশুনা করতে চেয়েছিলাম। আমরা তার পরিবারও দেখাশুনা করতে চেয়েছিলাম। একই সময়ে আমরা অনেক বড় গোপন তথ্য রক্ষা করতে চেয়েছিলাম যা প্রায় তিনি শেষ করে দিয়েছিলেন।’

বুধবার এসব কথা বলেছেন ইসরাইলি সেনাপ্রধান জেনারেল আভিব কোচাভি।

ইসরাইলের সামরিক কারাগারে নিহত ওই গোয়েন্দা কর্মকর্তাকে গত সেপ্টেম্বর মাসে আটক করা হয় এবং তাকে গোপন তথ্য ফাঁসের চেষ্টার জন্য অভিযুক্ত করা হয়।

নিহত ইসরাইলি গোয়েন্দা কর্মকর্তা সম্পর্কে জেনারেল কোচাভি বলেন, ‘তিনি একজন অত্যন্ত দক্ষ ও চমৎকার কর্মকর্তা ছিলেন। কিন্তু তিনি শেষ পর্যায়ে এসে জেনেশুনে বড় ধরনের অপরাধ করে ফেলেছেন। তিনি জানতেন তিনি কি করছেন, কিন্তু আমি বুঝতে পারলাম না কেন তিনি তা করতে গেলেন।’

গত ১৬ মে ইসরাইলের সামরিক কারাগারে ওই গোয়েন্দা কর্মকর্তাকে মারাত্মক অবস্থায় পাওয়া যায়। এর কয়েক ঘণ্টা পর ইসরাইলের সামরিক বাহিনী তাকে মৃত বলে ঘোষণা করে। তার মৃত্যুর খবর যাতে ছড়িয়ে না পড়ে সেজন্য সেনাদের পক্ষ থেকে কড়া সেন্সরশিপ আরোপ করা হয়। ইসরাইলি বাহিনীর পক্ষ থেকে দাবি করা হয়- সরকার এবং সামরিক বাহিনীর প্রাইভেসি রক্ষার জন্য এ ব্যবস্থা নেয়া হয়েছে।

সূত্র : পার্সটুডে


আরো সংবাদ



premium cement
গ্রিড লাইনের ত্রুটিতে সিলেট বিভাগে বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন ভুক্তভোগী নারী ও তার পাশে দাঁড়ানো ব্যক্তিদের হয়রানির প্রতিবাদ বাড্ডায় নারীর অর্ধগলিত লাশ উদ্ধার কথিত স্বামী পলাতক গ্রেফতারকৃতদের পরিবারের সাথে সাক্ষাৎ করবে খতমে নবুওয়ত ঝিনাইদহ-১ আসনে উপ-নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী নায়েব আলী জাতীয় গ্রিডে ত্রু‌টি, সিলেট বিভাগে বিদ্যুৎ বিপর্যয় ফিলিস্তিনি শিক্ষার্থীদের জন্য ঢাবিতে নিয়মিত ২০ আসন বরাদ্দ রেকর্ড গড়ে সাদিক খান আবারো লন্ডনের মেয়র আগামী ২ মাসের মধ্যে ভাঙ্গা-খুলনা-যশোর পর্যন্ত ট্রেন চালু হবে : জিল্লুল হাকিম ফতুল্লায় ব্যবসায়ী অপহরণ, গ্রেফতার ৭ তাপদাহের কারণে গোসল করতে গিয়ে কলেজছাত্রের মৃত্যু

সকল