০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১, ২৫ শাওয়াল ১৪৪৫
`


ব্রিটেনে নবীর ব্যঙ্গচিত্র প্রদর্শনের নিন্দা আল-আজহারের

আল-আজহার বিশ্ববিদ্যালয় মসজিদ - ছবি : সংগৃহীত

ব্রিটেন নবী মুহাম্মদের ব্যঙ্গচিত্র প্রদর্শনের নিন্দা জানিয়েছে মুসলিম বিশ্বের শীর্ষ শিক্ষা প্রতিষ্ঠান আল-আজহার বিশ্ববিদ্যালয়। রোববার এক বিবৃতিতে মিসরের কায়রোভিত্তিক প্রতিষ্ঠানটির উগ্রবাদ মোকাবেলায় পর্যবেক্ষক সংস্থা এক বিবৃতিতে এই নিন্দা জানায়।

বিবৃতিতে এই ব্যঙ্গচিত্রকে 'মানহানিকর কাজ' হিসেবে বর্ণনা করা হয় যা 'ঘৃণামূলক বক্তব্যে' ইন্ধন দেবে।

এতে আরো বলা হয়, 'সারাবিশ্বের প্রায় দুই শ' কোটি মুসলামানের অনুভূতিতে এর মাধ্যমে অযৌক্তিকভাবে আঘাত করা হয়েছে।'

এর আগে গত ২২ মার্চ ইংল্যান্ডের ওয়েস্ট ইয়র্কশায়ারের বেটলি গ্রামার স্কুলের এক শিক্ষক নবী মুহাম্মদকে অসম্মান করে আঁকা কার্টুনচিত্র শ্রেণীকক্ষে প্রদর্শন করেন। ওই কার্টুনগুলো ফরাসি ম্যাগাজিন শার্লি এবদোতে প্রকাশিত বলে মনে করা হচ্ছে।

নবীর ব্যঙ্গচিত্র প্রদর্শনের জেরে বৃহস্পতিবার ও শুক্রবার ওই স্কুলের সামনে জড়ো হয়ে বিক্ষোভ করে বিপুল সংখ্যক লোক।

স্থানীয় সংবাদমাধ্যম জানায়, স্কুল কর্তৃপক্ষ ওই শিক্ষককে চাকরি থেকে অব্যাহতি দেয় এবং সরাসরি শিক্ষাদানের বদলে অনলাইন মাধ্যমে শ্রেণী কার্যক্রম শুরু করেছে।

আল-আজহারের বিবৃতিতে বলা হয়, 'এটি (অবমাননাকর ব্যঙ্গচিত্র) ওই সমাজের ভয়াবহ ফাটলের স্পষ্ট চিত্রই তুলে ধরেছে।'

এর আগে ২০২০ সালের অক্টোবরে নবী মুহাম্মদকে অবমাননা করে ফরাসি ম্যাগাজিন শার্লি এবদোতে কার্টুন প্রকাশিত হলে তা সারাবিশ্বে উত্তেজনা সৃষ্টি করে। ওই ঘটনার প্রতিবাদে মুসলিম বিশ্বে ফরাসি পণ্য বয়কটের এক আন্দোলন পরিচালিত হয়।

সূত্র : আনাদোলু এজেন্সি


আরো সংবাদ



premium cement
গণতন্ত্র রক্ষায় নতুন করে গণমাধ্যমের স্বাধীনতা প্রতিষ্ঠা করতে হবে : মঈন খান পবিত্র ওমরাহ পালন করলেন মির্জা ফখরুল রাশিয়ার সাথে সংলাপ অব্যাহত রাখতে হবে : ম্যাক্রোঁ বাল্যবিবাহ ঠেকানোয় বিষপানে তরুণীর আত্মহত্যা মে মাসে দেশে বৃষ্টির সর্বকালের রেকর্ড ভাঙবে! দিল্লি বিমানবন্দরে বাংলাদেশী গার্মেন্টসের রফতানি বাড়ায় ভারতীয়দের আপত্তি উত্তর গাজায় পূর্ণ দুর্ভিক্ষের বিষয়ে হুঁশিয়ারি উপজেলা নির্বাচনে অংশগ্রহণ না করতে জনগণের প্রতি রিজভীর আহ্বান প্রয়োজনে শুক্রবারও ক্লাস হবে : শিক্ষামন্ত্রী উখিয়ার ক্যাম্পে রোহিঙ্গা যুবককে গলা কেটে হত্যা কায়রোতে প্রতিনিধিদল পাঠানোর দাবি ইসরাইলের বিরোধীদলীয় নেতার

সকল