৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১, ২০ শাওয়াল ১৪৪৫
`


ইসরাইলি জাহাজে ইরানি ক্ষেপণাস্ত্র হামলার অভিযোগ

হামলার শিকার ইসরাইলি জাহাজ - ছবি : সংগৃহীত

আরব সাগরে ইসরাইলি কোম্পানির মালিকানাধীন একটি কার্গো জাহাজে ইরান ক্ষেপণাস্ত্র হামলা চালানোর অভিযোগে করেছে তেল আবিবভিত্তিক ইসরাইলি এক টিভি চ্যানেল। বৃহস্পতিবার এই হামলা করা হয় বলে টিভি চ্যানেলটিতে প্রচারিত এক প্রতিবেদনে অভিযোগ করা হয়।

ইসরাইলের ‘চ্যানেল-১২’ প্রতিবেদনে বলা হয়েছে, তানজানিয়া থেকে ভারত যাওয়ার পথে এ জাহাজটি হামলার শিকার হয়।

প্রতিবেদন অনুসারে, এ হামলায় কেউ হতাহত হয়নি। যদিও জাহাজটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্থ হয়েছে।

এ প্রতিবেদনে আরো বলা হয়েছে, জাহাজটি ভারতে পৌঁছার পর কি পরিমান ক্ষয়-ক্ষতি হয়েছে তা নিরূপণ করা হবে।

হামলার অভিযোগের পর থেকে এ বিষয়ে কোনো বিস্তারিত তথ্য দেয়া হয়নি। আর ইসরাইলি সরকারি কর্মকর্তারা এ বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি।

সূত্র : ইয়েনি শাফাক


আরো সংবাদ



premium cement