৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১, ২০ শাওয়াল ১৪৪৫
`


'ইসরাইলে বাসকারী আরবদের বিরুদ্ধে অপরাধে রাষ্ট্রীয় সংযোগ রয়েছে'

ফিলিস্তিনি আরব নারীকে উত্যক্ত করছে ইসরাইলিরা - ছবি : সংগৃহীত

ইসরাইলে বাস করা ফিলিস্তিনি আরব বাসিন্দাদের বিরুদ্ধে সংগঠিত অপরাধে রাষ্ট্রীয় সংযোগ থাকার অভিযোগ করেছেন ইসরাইলি আরব প্রতিরোধ আন্দোলনের নেতা রাইদ সালাহ। রোববার কাতারভিত্তিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম আলজাজিরা টেলিভিশনে প্রচারিত এক প্রামান্যচিত্রে সাক্ষাতকারে এই অভিযোগ করেন ইসরাইলি কারাগারে আটক এই নেতা।

সাক্ষাতকারে তিনি অভিযোগ করেন, ইসরাইলে বাস করা আরব সম্প্রদায়ের বিরুদ্ধে পরিকল্পিতভাবে হামলাসহ বিভিন্ন অপরাধ করছে সংঘবদ্ধ অপরাধী চক্র। ইসরাইলি গোয়েন্দা সংস্থাগুলো পরিকল্পিত এই অপরাধ তত্ত্বাবধান করছে।

ওই প্রামান্যচিত্রে ইসরাইলের অভ্যন্তরীন নিরাপত্তা বাহিনীর সাবেক এক কর্মকর্তার বরাত দিয়ে বলা হয়, অপরাধী এই চক্রগুলোকে ইসরাইলি সেনাবাহিনী অস্ত্র সরবরাহ করছে।

ইসরাইলের সংবাদমাধ্যমের তথ্য অনুসারে, এই বছর ইসরাইলে সংঘবদ্ধ অপরাধী চক্রের আক্রমণে অন্তত ২৭ আরব বাসিন্দা নিহত হয়েছেন।

এই বছরের ৭ জানুয়ারি, অজ্ঞাত বন্দুকধারীর গুলিতে আরব-অধ্যুষিত উম্ম আল-ফাহম শহরের সাবেক মেয়র সুলাইমান ইগবারিয়া মারাত্মক আহত হন।

ইসরাইলের ভূখণ্ডে বাস করা ১৬ লাখ ফিলিস্তিনি আরব প্রতিনিয়তই বৈষম্যের শিকার হয়ে আসছেন। দেশটির জনসংখ্যার ২২ ভাগ এই আরব বাসিন্দারা তাদের বিরুদ্ধে বৈষম্যের প্রতিবাদ করে আসছেন।

সূত্র : ইয়েনি শাফাক


আরো সংবাদ



premium cement