২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫
`

হাউছিদের ৫ ড্রোন ভূপাতিত করার দাবি সৌদির

হাউছি ড্রোন - ছবি : পার্স টুডে

ইয়েমেনে ইরান সমর্থিত হাউছি বিদ্রোহীদের পাঁচটি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে সৌদি আরব। রোববার সৌদি নেতৃত্বের সামরিক জোটের মুখপাত্র তুর্কি আল মালিকি এই তথ্য জানান।

কয়েকটি সূত্র ইরানি সংবাদমাধ্যম পার্স টুডেকে জানায়, বন্দর নগরী জেদ্দার আকাশে হাউছিদের ড্রোন হামলা সৌদি সেনাবাহিনী প্রতিহত করলে প্রচণ্ড বিস্ফোরণ ঘটে এবং বিস্ফোরণের শব্দ অনেক দূর থেকে শোনা যায়।

এর আগে শুক্রবার সকালে সৌদি আরব হাউছিদের ছয়টি ড্রোন ভূপাতিত করার দাবি করে।

বৃহস্পতিবার সৌদি আরবের কিং খালিদ বিমান ঘাঁটিতে হাউছি বিদ্রোহীরা ড্রোন হামলা দাবি করে।

বিবাদমান পক্ষগুলোর দ্বন্দ্বের জেরে ২০১৪ সালের শেষে ইরান সমর্থিত উত্তর ইয়েমেনের হাউছি বিদ্রোহীরা রাজধানী সানা দখল করলে প্রেসিডেন্ট হাদি সৌদি আরবে আশ্রয় নেন। ২০১৫ সালের মার্চে সৌদি নেতৃত্বের জোট হাউছিদের বিরুদ্ধে ইয়েমেনে আগ্রাসন করলে দীর্ঘস্থায়ী গৃহযুদ্ধের মুখে পড়ে আরব উপদ্বীপের দরিদ্রতম দেশটি।

পাঁচ বছরের বেশি সময় চলমান এই গৃহযুদ্ধে হাউছি নিয়ন্ত্রিত সানাকেন্দ্রীক উত্তর ইয়েমেন ও বন্দর নগরী এডেনকেন্দ্রীক দক্ষিণাঞ্চলীয় সরকারের অধীন দক্ষিণ ইয়েমেনে বিভক্ত হয়ে পড়ে। যুদ্ধের ফলশ্রুতিতে দুর্ভিক্ষের মুখোমুখি হয়েছে ইয়েমেনে সাধারণ মানুষ।

সূত্র : পার্সটুডে


আরো সংবাদ



premium cement