১৪ মে ২০২৪, ৩১ বৈশাখ ১৪৩১, ০৫ জিলকদ ১৪৪৫
`


জামাল খাশোগিকে হত্যাকারীদের ক্ষমা করে দিয়েছে পরিবার

জামাল খাশোগি - ছবি: আলজাজিরা

সৌদি আরবের বিখ্যাত সাংবাদিক জামাল খাশোগিকে যারা হত্যা করেছেন তাদেরকে ক্ষমা করে দিয়েছে খাশোগির পরিবার। খাশোগির ছেলে সালাহ এক টুইটে এ কথা বলেন।

জামাল খাশোগি ২০১৮ সালের অক্টোবরে তুরস্কের ইস্তাম্বুলে সৌদি কনসুলেটে দুর্বৃত্তদের হাতে খুন হন।

সালাহ শুক্রবার টুইটে বলেন, ‘রমজান মাসের এ পবিত্র রাতে আমরা স্মরণ করছি মহান আল্লাহর সে কথা, তিনি বলেছেন, যদি কেউ কাউকে ক্ষমা করে ও পুনর্মিলন করে তবে আল্লাহই এর প্রতিদান দিবেন।’

‘আমরা, শহীদ জামাল খাশোগির সন্তানরা ঘোষণা করছি যে, আমাদের বাবাকে যারা হত্যা করেছেন, সর্বশক্তিমান আল্লাহর কাছ থেকে প্রতিবাদ পাওয়ার আশায় তাদেরকে ক্ষমা করে দিয়েছি’, যোগ করেন তিনি।

জামাল খাশোগিকে সর্বশেষ ২০১৮ সালের ২ অক্টোবর ইস্তাম্বুলে সৌদি কনসুলেটে দেখা যায়। তিনি বিয়ে সংক্রান্ত কিছু কাগজপত্রের জন্য সেখানে গিয়েছিলেন। জানা যায়, তার দেহ টুকরো টুকরো করে ভবনটি থেকে বের করে আনা হয় এবং তাকে আর পাওয়া যায়নি।

এ খুনের ঘটনা বিশ্বব্যাপী আলোড়ন সৃষ্টি করে। মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ-সহ কিছু পশ্চিমা সরকার বলে, তাদের ধারণা সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের নির্দেশে খাশোগিকে হত্যা করা হয়েছে।

তবে, সৌদি কর্তৃপক্ষ জানায়, এ ব্যাপারে যুবরাজের কোনো ভূমিকা নেই। তবে, ২০১৯ সালের সেপ্টেম্বরে যুবরাজ মোহাম্মদ বিন সালমান এ ব্যাপারে কিছু দায়িত্ব নিয়ে বলেন, ‘আমার জানার মধ্যেই ব্যাপারটি ঘটেছে’।

এ বর্বরোচিত ঘটনায় সৌদি আরব গত ডিসেম্বরে পাঁচজনকে মৃত্যুদণ্ড ও তিনজনকে কারাদণ্ড দিয়েছে।

এ বিচার সম্পর্কে সালাহ খাশোগি বলেছিলেন, ‘বিচারটি আমাদের কাছে সঠিক মনে হয়েছে’।

সূত্র : আলজাজিরা


আরো সংবাদ



premium cement
ফ্রান্সে কারা কর্মকর্তাদের হত্যা করে প্রিজনভ্যান থেকে আসামি ছিনতাই নিউ কালেডোনিয়ায় সহিংসতার পর কারফিউ, বন্ধ বিমানবন্দর থাইল্যান্ডের কারাগারে অনশনে থাকা তরুণীর মৃত্যু ভারতীয় পত্রিকার রিজার্ভ চুরির খবর মিথ্যা : বাংলাদেশ ব্যাংক প্রধানমন্ত্রীর ছবি ব্যঙ্গোক্তি করে ফেসবুকে পোস্ট, যুবলীগ নেতা গ্রেফতার রাফা ক্রসিং বন্ধের জন্য মিসরকে দায়ী করল ইসরাইল দেশের মাটি ধরে রাখাই এখন অনেক কঠিন : কিয়েভ কুবি শিক্ষার্থীর বিরুদ্ধে ইসলাম ধর্ম নিয়ে কটূক্তির অভিযোগ ডোনাল্ড লু'র সফর নিয়ে আ'লীগ ও বিএনপিতে এত কথাবার্তা কেন? চট্টগ্রাম নেমে যা জানালেন বন্দীদশা থেকে মুক্ত নাবিকরা বাংলাদেশী ফুচকাই সেরা : ডোনাল্ড লু

সকল