০২ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১, ২২ শাওয়াল ১৪৪৫
`


ইরানের প্রেসিডেন্টের ভাইয়ের কারাদণ্ড

হাসান রুহানি ও তার ভাই হোসাইন ফেরেদৌন - ছবি : সংগৃহীত

ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানির ভাই হোসাইন ফেরেদৌনকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছে দেশটির একটি আদালত। ইরানের আধা সরকারি বার্তা সংস্থা ফার্স নিউজের বরাত দিয়ে এক রিপোর্টে জানিয়েছে রয়টার্স। খবরে বলা হয়েছে, মঙ্গলবার দেশটির বিচার বিভাগের একজন মুখপাত্র বিষয়টি নিশ্চিত করেছেন।

দুর্নীতিসহ বিভিন্ন মামলায় আগে থেকেই কারাগারে ছিলেন হাসান রুহানির ভাই। গত মে মাসে ঘুষ গ্রহণের অভিযোগে তাকে অনির্দিষ্টকালের জন্য কারাদণ্ড দেয়া হয়েছিল।

দেশটির বিচার বিভাগের মুখপাত্র গোলাম হোসাইন ইসমাইলি বলেন, ফেরেদৌনকে পাঁচ বছরের জেল দেয়া হয়েছে। তবে তবে অন্য মামলায় তাকে আবারো দোষী সাব্যস্ত করা হতে পারে। ফার্সের খবরে একথা জানানো হলেও এ বিষয়ে বিস্তারিত কিছু বলা হয়নি।।

ইরানের বিচার বিভাগের একজন উচ্চপদস্থ কর্মকর্তা হামিদ রিজা স্থানীয় একটি গণমাধ্যমকে জানান, হোসাইন ফেরেদৌন রাষ্ট্রপতির সাবেক উপদেষ্টা হিসেবে কাজ করেছেন। বর্তমানে তিনি দুর্নীতির অভিযোগে জেলে রয়েছেন। এছাড়া তার বিরুদ্ধে কিছু গুরুত্বপূর্ণ নিয়োগ ও বরখাস্তে হস্তক্ষেপ করারও অভিযোগ রয়েছে।


আরো সংবাদ



premium cement