২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫
`


অসহায় শীতার্তদের পাশে বসুন্ধরা গ্রুপ

অসহায় শীতার্তদের পাশে বসুন্ধরা গ্রুপ - ছবি : নয়া দিগন্ত

'এই শীতটার মধ্যে বেশি কষ্ট অইতাছিন। কম্বলডা পাইয়া খুব উপকার হইছে। এই শীতের রাইতে অহন আরামে ঘুমাইতারবাম।' সোমবার বসুন্ধরা গ্রুপের সহায়তায় কম্বল পেয়ে এমন অনুভূতি ব্যক্ত করেন, নেত্রকোনার পূর্বধলা উপজেলার বিশকাকুনী গ্রামের হেলেনা আক্তার।
শুভসংঘের আয়োজনে তার মতো ২০০ শীতার্ত পেয়েছেন কম্বল। সকালে উপজেলার মৌদাম সেসিপ মডেল উচ্চ বিদ্যালয় মাঠে ও বিকেলে পূর্বধলা প্রেস ক্লাব চত্বরে এ কম্বল বিতরণ করা হয়।

সোমবার বিকেলে বসুন্ধরা গ্রুপের সংযোগিতায় এবং কালের কণ্ঠ শুভসংঘের আয়োজনে নবীগঞ্জ উপজেলার কালিয়ারভাঙ্গা ইউনিয়নের বিভিন্ন গ্রামে ২০০ শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।

‘আল্লায় তোমগর মঙ্গল করবো। এই কনকইন্যা শীতের মইধ্যে অসহায় গরিবরে তোমরা কম্বল দেয়া আরাম দিছ। আমার পঙ্গু পোলাডা আরামে থাকবো। আল্লায় তোমডারে আরাম দিব,’ পৌর শহরের ৯ নম্বর ওয়ার্ড শিলাসী এলাকার শারীরিক প্রতিবন্ধী হাইজ উদ্দিনের মা বৃদ্ধা মনোয়ারা খাতুন (৭৫) কম্বল পেয়ে এ কথা বলেন।

সোমবার বিকেলে ময়মনসিংহের গফরগাঁও পৌর শহরের মহিলা ডিগ্রি কলেজ মাঠে বসুন্ধরার সহায়তায় ও কালের কণ্ঠ শুভসংঘের আয়োজনে শতাধিক শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: তাজুল ইসলাম, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ডা: কে এম এহসান, বীর মুক্তিযোদ্ধা সলিমউল্লাহ মোস্তফা, গফরগাঁও থানার ওসি ফারুক আহম্মেদ প্রমুখ।

ময়মনসিংহের ত্রিশালে শুভসংঘের উদ্যোগে মাদরাসার শিক্ষার্থীদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। সোমবার দুপুরে উপজেলার চিকনা গ্রামে আশেকী দারুল উলম মাদরাসায় বসুন্ধরা গ্রুপের সহায়তায় কম্বল বিতরণ করে শুভসংঘ। কম্বল পেয়ে আনন্দ প্রকাশ করে শিক্ষার্থীরা। তাদের জন্য এই শীতে কেউ কম্বল দেয়নি। এ সময় কুরআন তেলাওয়াত এবং মোনাজাতের মাধ্যমে বসুন্ধরা গ্রুপ ও শুভসংঘের জন্য দোয়া করে শিক্ষার্থীরা।


আরো সংবাদ



premium cement