২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫
`

শিক্ষাব্যবস্থা মুখ থুবড়ে পড়ছে

-

করোনার ভয়াবহতার কারণে আজ সবচেয়ে বেশি বিপর্যস্ত শিক্ষার্থীদের জীবন। মাসের পর মাস, বছর পেরিয়ে বছর চলে যাচ্ছে তবুও করোনা বিভিন্নরূপে বেড়েই চলছে। প্রায় দেড় বছর ধরে লেখাপড়ার অবস্থা বেহাল। অনলাইনে ক্লাস হলেও এর সুফল বেশি নেই। ছাত্রছাত্রীরা ভবিষ্যৎ অন্ধকার দেখছে। অনলাইনে ক্লাস করতে করতে অনেক ছাত্রছাত্রী মোবাইলে আসক্ত হয়ে পড়েছে। শিক্ষকের গাইডলাইন না থাকায় বাসায় বসে বই পড়ার অভ্যাস গড়ে তোলা সম্ভব হয়ে উঠছে না। অনলাইন শিক্ষাব্যবস্থা অনেকটা মুখ থুবড়ে পড়েছে। দীর্ঘ দিন ধরে বিদ্যাপীঠে পঠন-পাঠন বন্ধ থাকায় বাধ্য হয়ে শিক্ষার্থীদের পরবর্তী ক্লাসে উত্তীর্ণ করে দেয়ার চিন্তাভাবনায় কোনো আনন্দ নেই। শিক্ষার্থী ও অভিভাবকরা শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়ার পক্ষপাতী। মহামারীর ক্ষেত্রে স্বাস্থ্য সচেতনতার মাধ্যমে দেশের বিদ্যাপীঠগুলো খুলে না দিলে ছাত্রছাত্রীদের জীবন ও তাদের ভবিষ্যৎ ও স্বপ্ন উভয়ই ধ্বংস হতে বাধ্য। ছাত্রছাত্রীদের আলোর পথে ফিরিয়ে আনতে হবে। স্বাভাবিক নিয়ম অনুসারে বছরের প্রথমে বিদ্যালয়গুলোতে পাঠ্যবই বিতরণ করা হলেও অনলাইনের মাধ্যমে নতুন ক্লাসের শিক্ষার কার্যক্রম তেমন সফলতার মুখ দেখছে না। গ্রামাঞ্চলে ছাত্রছাত্রীদের হাতে মোবাইল নেই। এর মধ্যে রয়েছে আবার নেটওয়ার্ক সমস্যা।
মোটকথা, অনলাইন শিক্ষাব্যবস্থা বেহাল। অভিভাবকরা উদ্বিগ্ন, ছেলেমেয়েদের বয়স বেড়ে চলছে কী হবে তাদের জীবন-জীবিকা? ছাত্রছাত্রীরা অনলাইনে গেমে আসক্ত হয়ে পড়েছে। মোবাইলে অশ্লীল ছবির প্রতি তাদের আকর্ষণ বেড়েই চলছে। এ অবস্থায় ছাত্রছাত্রীরা শিক্ষা-দীক্ষার ক্ষেত্রে অনেকাংশে পিছিয়ে পড়ছে বলে শিক্ষা বিশেষজ্ঞদের অভিমত। করোনার ডেল্টা প্লাস ভ্যারিয়েন্ট পুরনো ভ্যারিয়েন্টের থেকে অনেক বেশি সংক্রামক বলে বিজ্ঞানীরা দাবি করছেন। এ অবস্থায় শিক্ষার্থী ও শিক্ষক ছাড়াও শিক্ষাপ্রতিষ্ঠানের সাথে সংশ্লিষ্টদের টিকা-ভ্যাকসিন দিয়ে শিক্ষাপ্রতিষ্ঠান চালু রাখার চেষ্টা করা যেতে পারে। উপায় নেই; মনে রাখতে হবে আগে জীবন, তার পর বেঁচে থাকলে শিক্ষা। গ্রামাঞ্চলে বিপুল পরিমাণ ছাত্রছাত্রী মাঝপথেই লেখাপড়া ছেড়ে দিয়ে কাজের সন্ধানে ঘুরছে। এভাবে দেশের ভবিষ্যতের অপচয় হয়ে যাচ্ছে। ছাত্রছাত্রীরা লেখাপড়ার প্রতি আস্থা হারাতে বসছে। সরকারকে স্বাস্থ্যবিধি মোতাবেক শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়ার উদ্যোগ গ্রহণের জন্য অভিনন্দন। আল্লাহ নিশ্চয়ই আমাদের সবার সহায় হবেন।
মাহবুবউদ্দিন চৌধুরী
গণমাধ্যমকর্মী


আরো সংবাদ



premium cement