২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`

দুর্নীতিমুক্ত করার জন্য ঐক্যবদ্ধ হওয়া

-

একটি চাকরির জন্য আপনাকে দুর্নীতিতে শামিল হতে হচ্ছে। অর্থ প্রদান করতে হবে। দুর্নীতি করতে রাজনীতির লেবাস ধারণ করা হচ্ছে। বর্তমানে বাংলাদেশে যারা দুর্নীতি দমন করবেন, তাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠে আসছে। সরকার দুর্নীতির বিরুদ্ধে কঠিন থেকে কঠিনতম সিদ্ধান্ত নিয়েছেন। সরকার তার দলীয় লোক থেকে শুরু করে, সরকারি-বেসরকারি সব প্রতিষ্ঠানে দুর্নীতির বিরুদ্ধে অভিযান অব্যাহত রেখেছে। একটিবার ভেবে দেখুনÑ আজ আপনি দুর্নীতি করছেন, আপনাকে দেখে কাল আরেকজন করবে, তা দেখে আরো একজন করবে। কারণ তারা তো দুর্নীতির শিকার। কিন্তু তারাও আরেকজনকে দুর্নীতির ফাঁদে ফেলবে। তারা ভাবে যে, তাদের অর্থগুলো ‘আদায়’ করতে হবে। এভাবে এক এক করে দুর্নীতির হার বাড়তে থাকবে। আর তাই দেশের স্বার্থে, দশের স্বার্থে, সাধারণ জনগণের স্বার্থে, দুর্নীতিকে ‘না’ বলুন। আমাদের সবাইকে দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হয়ে আওয়াজ তুলতে হবে। দুর্নীতি হটাও দেশ বাঁচাও। দেশ আমার, দেশ তোমার। তা হলে সেই দেশ কেন আমরা নষ্ট হতে দেবো? এগিয়ে আসুন দুর্নীতির বিরুদ্ধে। সরোয়ার উদ্দিন নিরব রিমন শিক্ষার্থী, তাহের মঞ্জুর কলেজ, সীতাকুণ্ড, চট্টগ্রাম


আরো সংবাদ



premium cement