২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫
`

শিশু-কিশোরদের পূর্ণাঙ্গ বিকাশ

-

শিশু এবং কিশোর-কিশোরীদের পূর্ণ বিকাশে খেলাধুলা অপরিহার্য। শুধু পুঁথিগত বিদ্যা কখনোই আদর্শ মানুষ গড়ে তুলতে পারে না। সুষ্ঠুভাবে ছোটদের বেড়ে ওঠার জন্য খাবারের পাশাপাশি ব্যায়ামের প্রয়োজন পড়ে। খেলাধুলার মাধ্যমেই তা পূরণ করতে হয়। সমাজ ও রাষ্ট্রীয় জীবনে নিজেকে তুলে ধরতে অর্জন করতে হয় নেতৃত্বের গুণাবলি। কিশোর বয়সে খেলার মাঠে নেতৃত্ব দেয়া শিক্ষার অন্যতম মাধ্যম। খেলাধুলায় সময় ব্যয় করলে শিশু-কিশোররা সামাজিক অপরাধ থেকে দূরে থাকে। এ জন্য শিক্ষাপ্রতিষ্ঠানের পাশাপাশি পাড়া-মহল্লায় জনসংখ্যা অনুপাতে পর্যাপ্ত খেলার মাঠ তৈরি করা অপরিহার্য। কিন্তু শহরাঞ্চল ও পৌরসভা এলাকায় কিছু মাঠ থাকলেও তা পর্যাপ্ত নয়। কিন্তু প্রান্তিক গ্রামে তা একদম অপ্রতল। খেলাধুলার চাহিদা মেটাতে অধিকাংশ অঞ্চলের ছেলে মেয়েরা নিজেরাই অস্থায়ী মাঠ তৈরি করে নেয়। এ ক্ষেত্রে তারা মৌসুমি ফসলের মাঠ, গাছের বাগান, পতিত জমি বা বাড়ির উঠোন ব্যবহার করে থাকে। অস্থায়ী মাঠগুলো উঁচু-নিচু এবং গর্তযুক্ত থাকায় প্রায় সময়ই তাদের মারাত্মক দুর্ঘটনার শিকার হতে হয়। অধিকাংশ সময়ই তাদের মাঠবিহীন সময় কাটাতে হয়। এতে করে শিশু কিশোরদের পূর্ণাঙ্গ বিকাশ বাধাগ্রস্ত হচ্ছে। পাশাপাশি খেলাধুলাবিহীন এ দীর্ঘ সময়ে সৃষ্টি হচ্ছে নানান অপরাধ। অবুঝ কিশোরটি পর্যন্ত হয়ে যাচ্ছে মাদকাসক্ত। জড়িয়ে পড়ছে চুরি, ছিনতাই, ইভটিজিংসহ সমাজবিরোধী বিভিন্ন কাজে। আজকের শিশু-কিশোররাই আগামীর দেশগড়ার কারিগর। বঙ্গবন্ধুর সোনার বাংলা বিনির্মাণে তারাই হবে শ্রেষ্ঠ হাতিয়ার। তাই শিশু-কিশোরদের সুস্থ-স্বাভাবিক বৃদ্ধি এবং আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে পর্যাপ্ত খেলার মাঠ তৈরি সময়ের একটি শ্রেষ্ঠ দাবি।
মো: আবদুর রহমান
শিক্ষার্থী, ঢাকা কলেজ


আরো সংবাদ



premium cement