১৯ মে ২০২৪, ০৫ জৈষ্ঠ ১৪৩১, ১০ জিলকদ ১৪৪৫
`


‘চোরের খনি’, ঘুষ ও চাঁদাবাজি

-

বঙ্গবন্ধুর গড়া, ঢাকা বিশ্ববিদ্যালয় কর্মচারী ইউনিয়নের সহসভাপতি ছিলাম। এখন বয়স ৭৪ বছর। চলাফেরা ঠিকমতো করতে পারি না। ’৭১-এর ৭ মার্চের ভাষণে শুনেছিলাম, ‘যার যা আছে, তা নিয়ে ঝাঁপিয়ে পড়ো।’ এরপর ঢাকায় তিন নেতার মাজারের সামনের বিরাট কৃষ্ণচূড়াগাছ কুড়াল দিয়ে কেটে রাস্তা বন্ধ করে দিয়েছিলাম। বঙ্গবন্ধু বলেছিলেন, ‘সবাই পায় সোনার খনি। আমি পেয়েছি চোরের খনি। চোরা না শোনে ধর্মের কাহিনী।’ তিনি মদ ও জুয়া বন্ধ করে দেন। তবুও যারা মদ-জুয়া চালু করেছে, তাদের শাস্তি হতে হবে। সরকার আইন করেছে, প্রকাশ্যে ধূমপান করা হলে ৩০০ টাকা জরিমানা। অথচ আইনের রক্ষক যে বাহিনী, তাদেরও অনেকে রাস্তায় ধূমপান করেন। অধূমপায়ীদের এ কারণে চলাচল করা কষ্টকর হয়ে পড়ে। এসব আইন ভঙ্গকারীকেও শাস্তি দিতে হবে। এ দিকে, আদালতে ঝুলছে হাজার হাজার মামলা। বিচারকের সংখ্যা স্বল্প এবং বিচার বিভাগের বহু কর্মচারী ঘুষখোর।
প্রধানমন্ত্রীর নির্দেশে ছাত্রলীগ-যুবলীগের অসৎ নেতাকর্মীদের ধরা হচ্ছে। এ জন্য মাননীয় প্রধানমন্ত্রী এবং কেবিনেটকে অভিনন্দন। এখানে যুবলীগের দু’জন স্থানীয় নেতা নেশাখোর, যাদের ছিনতাই ও চাঁদাবাজিতে উপজেলাবাসী জিম্মি। উপজেলার ‘সমাজেসেবা’সহ বেশির ভাগ সরকারি দফতর এক ধরনের ‘সমাজ নির্যাতন কেন্দ্রে’ পরিণত হয়েছে। ঘুষ ছাড়া বয়স্ক ও মুক্তিযোদ্ধা ভাতা পাওয়া, ভিক্ষুক পুনর্বাসন, এতিমদের সাহায্য লাভ, সমাজসেবা সংগঠনের বার্ষিক অনুদান এবং কমিটি অনুমোদন বা অডিট সম্ভব হয় না। এসব অসৎ লোকের ‘অতিরিক্ত’ আয়ের সম্পদ, এমনকি পেনশনও বাজেয়াপ্ত করা উচিত। মহানবী সা: বলেছেন, ‘ঘুষদাতা ও গ্রহীতা, উভয়েই জাহান্নামি।’ ‘চোরের খনি’সহ সর্বপ্রকার শোষণ ও নির্যাতন থেকে বাঁচাতে সরকারপ্রধানের প্রতি আকুল আবেদন জানাই।
সৈয়দ মোহাম্মদ ইছমাইল
সোনাইমুড়ি, নোয়াখালী


আরো সংবাদ



premium cement
অপরাজেয় থেকেই বুন্দেসলিগার শিরোপা বুঝে নিল লেভারকুসেন যুদ্ধের সময় নিখোঁজ হাজার হাজার মানুষের ভাগ্য সম্পর্কে শ্রীলঙ্কাকে স্পষ্ট জানাতে হবে : জাতিসঙ্ঘ অনুমোদন ছাড়া কিভাবে ইলেক্ট্রোলাইট ড্রিংকস বিক্রি করছিল কোম্পানিগুলো সরকারি কেন্দ্রে কৃষকেরা ধান বেচতে পারে না, লাভ খাচ্ছে দালালরা গরুর নাম উড়াল সড়ক, ওজন ৩৫ মণ ইরান ২ সপ্তাহের মধ্যে পরমাণু অস্ত্র বানাতে পারবে! বিশ্বের সবচেয়ে ধনী ভিক্ষুক, মোট সম্পত্তি ৭.৫ কোটি ভারতের কোভ্যাক্সিনেও রয়েছে দীর্ঘমেয়াদি পার্শ্বপ্রতিক্রিয়া ইসরাইল সরকারে ভয়াবহ দ্বন্দ্ব : নেতানিয়াহুকে গাঞ্জের পদত্যাগের আলটিমেটাম রাফায় ইসরাইলি হামলা, সরে যেতে বাধ্য হয়েছে ৮ লাখ ফিলিস্তিনি চেন্নাইকে বিদায় করে বেঙ্গালুরুর ‘অবিশ্বাস্য’ প্লে অফ

সকল