১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১, ০২ জিলকদ ১৪৪৫
`


নতুন ভবন চাই

-

দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে সরকারের নতুন ভবন নির্মাণ কার্যক্রম প্রশংসনীয় উদ্যোগ। কিন্তু কিছু এলাকায় পর্যাপ্ত তদারকির অভাবে ছাত্রছাত্রীদের জরাজীর্ণ ভবনে ঝুঁকি নিয়ে পাঠদান করানো হচ্ছে। দাগনভূঞা উপজেলার ৫ নং ইয়াকুবপুর ইউনিয়নের দেবরামপুর জাহানারা সরকারি প্রাথমিক বিদ্যালয়টি তার উদাহরণ। স্কুলটি ১৯৭৭ সালে জাতীয়করণ করা হয়। ১৯৮৯ সালে নির্মিত আধাপাকা ভবনটিতে বৃষ্টি হলে কার্যক্রম চালানো সম্ভব হয় না। এর টিনের চালাটি নষ্ট হয়ে গেছে। এই ভবনে শিক্ষকদের অফিস কক্ষের দেয়ালের উপরের অংশে ফাটল ধরেছে। বারান্দার পিলারগুলোর কিছু অংশ ভাঙা। যেকোনো সময় ভবনটি ভেঙে পড়ার আশঙ্কা। ম্যানেজিং কমিটির সভাপতি জানান, এক বছর ধরে তারা এ বিষয়ে কর্তৃপক্ষকে জানিয়ে আসছেন এবং রেজ্যুলেশনসহ অভিযোগপত্র উপজেলায় জমা দিয়েছেন। কিন্তু নতুন ভবন করার তালিকায় তাদের স্কুলের নাম আসেনি।
স্কুলের দ্বিতীয় ভবনে মাত্র দু’টি কক্ষ। একটিতে টিনের বেড়া দিয়ে প্রথম ও দ্বিতীয় শ্রেণীর পাঠদান করানো হয়। তাতে শব্দদূষণের কারণে ছাত্রছাত্রীদের পাঠে মনোযোগ নষ্ট হয়ে যায়। প্রধান শিক্ষক জানান, সীমানাপ্রাচীর না থাকায় স্কুলটি নিরাপত্তাহীন। শিক্ষকের একটি পদ শূন্য। ফলে স্কুল চালানো কষ্টকর। ছাত্রছাত্রীদের বাথরুমের দেয়ালে ফাটল এবং নিচের অংশে গর্তের কারণে সেখানে সাপ চলে আসে, তাতে ব্যাপক আতঙ্ক সৃষ্টি হয়েছে। বর্ষাকালে একটু বৃষ্টি হলেই দুই ভবনের মাঝের মাঠে পানি জমে যায়। এক ভবন থেকে অন্য ভবনে যাওয়ার রাস্তাও পাকা করা হয়নি। ফলে শিক্ষক ও ছাত্রছাত্রীদের দুর্ভোগের সীমা থাকে না। স্কুলের জরাজীর্ণ ভবনটি ভেঙে নতুন ভবন এবং সীমানাপ্রাচীরসহ ভেতরে রাস্তা নির্মাণ অত্যন্ত জরুরি। কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছি।
নুশরাত রুমু, দাগনভূঞা, ফেনী

 


আরো সংবাদ



premium cement
পৃথিবীতে ২০ বছরের মধ্যে প্রথম ‘চরম’ সৌর ঝড়ের আঘাত ইসরাইল আন্তর্জাতিক আইন ভেঙেছে মার্কিন অস্ত্র দিয়েই : যুক্তরাষ্ট্র সিরি-এ লিগে ২১ বছর পর ফিরলো কোমো বাগেরহাটের শরণখোলায় বজ্রপাতে হতাহত ৮ পলাশ উপজেলা বিএনপির নতুন কমিটি গঠন রোববার সংবাদ সম্মেলনে আসছেন মির্জা ফখরুল এসএসসির ফল প্রকাশ রোববার, জানবেন যেভাবে অলিম্পিকের প্রস্তুতি হিসেবে জাপানের সাথে ম্যাচ খেলবে যুক্তরাষ্ট্র চট্টগ্রামে কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত ফ্রান্সে নিযুক্ত সাবেক রাষ্ট্রদূত তোজাম্মেল টনি মারা গেছেন রাফায় অগ্রসর ইসরাইলি বাহিনীর বিরুদ্ধে ‘অত্যাধুনিক হামলা’র প্রস্তুতি হামাসের

সকল