০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১, ২৫ শাওয়াল ১৪৪৫
`


সাহেদের বিরুদ্ধে সাতক্ষীরায় র‌্যাবের অস্ত্র মামলা

-

করোনার ভুয়া সনদ দেয়ার ঘটনাকে কেন্দ্র করে গ্রেফতার হওয়া রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মোঃ সাহেদের বিরুদ্ধে এবার সাতক্ষীরার দেবহাটায় অস্ত্র আইনে মামলা হয়েছে।

বুধবার রাত পৌনে ১১টার দিকে র‌্যাব-৬ এর উপ-সহকারী পরিচালক (ডিএডি) নজরুল ইসলাম মামলাটি দায়ের করেন।

দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার সাহা জানান, মামলায় সাহেদকে প্রধান আসামি ও নৌকার মাঝি বাচ্চুকে পলাতক এবং অজ্ঞাত আরো একজনকে আসামি করে মামলাটি দায়ের করা হয়েছে।

র‌্যাব-৬ সাতক্ষীরা ক্যাম্পের কোম্পানি কমান্ডার সিনিয়র এএসপি বজলুর রশীদও মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে বুধবার ভোরে সাতক্ষীরার দেবহাটা উপজেলার কোমরপুর গ্রামের লাবণ্যবতী নদী থেকে বোরকা পরে নৌকায় করে ভারতে পালিয়ে যাওয়ার সময় সাহেদকে গ্রেফতারের কথা জানায় র‌্যাব।

এদিকে রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মোঃ সাহেদ ও প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মাসুদ পারভেজকে ১০ দিনের রিমান্ডে নেয়ার নির্দেশ দিয়েছে আদালত।

বৃহস্পতিবার পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) আবেদনের ভিত্তিতে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মাদ জসিম এ আদেশ দেন।

এর আগে সকালে ডিবি ইন্সপেক্টর ও মামলাটির তদন্ত কর্মকর্তা গাফ্ফারুল আলম দুই আসামিকে আদালতে তুলে ১০ দিনের রিমান্ডের আবেদন জানান।

উল্লেখ্য, গত ৬ জুলাই কোভিড-১৯ এর ভুয়া সনদ দেয়া ও হাসপাতালে ভর্তি রোগীদের কাছ থেকে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগে আইন প্রয়োগকারী সংস্থা রিজেন্ট হাসপাতালের মিরপুর ও উত্তরা শাখায় অভিযান চালানোর পর থেকে পালিয়ে ছিলেন রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মোঃ সাহেদ।

সূত্র : ইউএনবি

সাহেদের বিরুদ্ধে সাতক্ষীরায় র‌্যাবের অস্ত্র মামলা
করোনার ভুয়া সনদ দেয়ার ঘটনাকে কেন্দ্র করে গ্রেফতার হওয়া রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মোঃ সাহেদের বিরুদ্ধে এবার সাতক্ষীরার দেবহাটায় অস্ত্র আইনে মামলা হয়েছে।

বুধবার রাত পৌনে ১১টার দিকে র‌্যাব-৬ এর উপ-সহকারী পরিচালক (ডিএডি) নজরুল ইসলাম মামলাটি দায়ের করেন।

দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার সাহা জানান, মামলায় সাহেদকে প্রধান আসামি ও নৌকার মাঝি বাচ্চুকে পলাতক এবং অজ্ঞাত আরো একজনকে আসামি করে মামলাটি দায়ের করা হয়েছে।

র‌্যাব-৬ সাতক্ষীরা ক্যাম্পের কোম্পানি কমান্ডার সিনিয়র এএসপি বজলুর রশীদও মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে বুধবার ভোরে সাতক্ষীরার দেবহাটা উপজেলার কোমরপুর গ্রামের লাবণ্যবতী নদী থেকে বোরকা পরে নৌকায় করে ভারতে পালিয়ে যাওয়ার সময় সাহেদকে গ্রেফতারের কথা জানায় র‌্যাব।

এদিকে রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মোঃ সাহেদ ও প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মাসুদ পারভেজকে ১০ দিনের রিমান্ডে নেয়ার নির্দেশ দিয়েছে আদালত।

বৃহস্পতিবার পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) আবেদনের ভিত্তিতে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মাদ জসিম এ আদেশ দেন।

এর আগে সকালে ডিবি ইন্সপেক্টর ও মামলাটির তদন্ত কর্মকর্তা গাফ্ফারুল আলম দুই আসামিকে আদালতে তুলে ১০ দিনের রিমান্ডের আবেদন জানান।

উল্লেখ্য, গত ৬ জুলাই কোভিড-১৯ এর ভুয়া সনদ দেয়া ও হাসপাতালে ভর্তি রোগীদের কাছ থেকে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগে আইন প্রয়োগকারী সংস্থা রিজেন্ট হাসপাতালের মিরপুর ও উত্তরা শাখায় অভিযান চালানোর পর থেকে পালিয়ে ছিলেন রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মোঃ সাহেদ।

সূত্র : ইউএনবি


আরো সংবাদ



premium cement