১৪ মে ২০২৪, ৩১ বৈশাখ ১৪৩১, ০৫ জিলকদ ১৪৪৫
`


মানবতাবিরোধী অপরাধ

সুনামগঞ্জের ১১ জনের বিরুদ্ধে ৪টি অভিযোগ প্রস্তুত

-

মানবতাবিরোধী অপরাধের মামলায় সুনামগঞ্জের ১১ জনের বিরুদ্ধে চারটি অভিযোগে তদন্ত প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে।

এটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ৭১তম তদন্ত প্রতিবেদন।

আসামিদের বিরুদ্ধে ২০১৬ সালের ২১ মার্চ তদন্ত শুরু করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। শিগগিরই এ প্রতিবেদন ট্রাইব্যুনালের প্রসিকিউশন শাখায় দাখিল করা হবে বলেও জানান জ্যেষ্ঠ কর্মকর্তা এম. সানাউল হক।

সোমবার রাজধানীর ধানমন্ডির তদন্ত সংস্থার প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সংস্থার প্রধান সমন্বয়ক আবদুল হাননান খান সাংবাদিকদের এ তথ্য জানান।

আসামিদের বিরুদ্ধে চারটি অভিযোগ হলো, পাঁচজন বীরাঙ্গনাসহ ৩৪ জনকে হত্যা, ৩০টি বাড়িতে আগুন ধরিয়ে দেয়া, ৩১ জনকে অপহরণ ও ১৪ জনের উপর অমানবিক নির্যাতন।

তাদের বিরুদ্ধে চারটি অভিযোগে তিন ভলিয়মে ১৫০ পৃষ্ঠার প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে।

মামলায় মোট ১১ আসামির মধ্যে ছয়জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার হওয়া ছয়জন হলেন, মো: সিদ্দিকুর রহমান (৬১) মোহাম্মদ জুবায়ের মনির (৬২), মো: জাকির হোসেন (৬২) মো: তোতা মিয়া টেইলার (৮১), মো: আব্দুল জলিল (৭১) ও মো: আব্দুর রশিদ (৬০)। বাকি ৫ আসামি এখনো পলাতক।

২০১৬ সালের ২১ মার্চ এ মামলার তদন্ত শুরু করেন মামলার তদন্তকারী কর্মকর্তা নূর মোহাম্মদ। এরপর চলতি জুন মাসের ১৭ জুন তদন্ত সম্পন্ন করা হয়।

এ মামলার আইওসহ মোট ৩৩ জনকে সাক্ষী করা হয়েছে।

তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, একাত্তরে মুক্তিযুদ্ধের সময় নিরীহ-নিরস্ত্র বাঙালিদের হত্যা, গণহত্যা চালিয়েছিলেন আসামিরা।


আরো সংবাদ



premium cement
এসএসসিতে জিপিএ-৫ পেয়েছে ফারজানা মিসরের প্রিমিয়াম রেড সি এলাকা কেনার প্রস্তাব দিলো সৌদি মক্কা-মদিনা দেখতে উৎসুক ফিলিপাইনের হজযাত্রীরা কালীগঞ্জে লড়ি-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১ ভারতকে নিষেধাজ্ঞার হুমকি যুক্তরাষ্ট্রের নাইকো মামলায় খালেদা জিয়ার বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ ইরানের চাবাহার বন্দর পরিচালনার জন্য ১০ বছরের চুক্তি ভারতের ‘ভেবেছিলাম কলিজার টুকরাকে ফেরত পাবো না’ বড়াইগ্রামে বাড়িতে মুরগি যাওয়ায় নারীকে হত্যার চেষ্টা ডোলান্ড লু’র সফরকে কেন্দ্র করে কাদের সাহেবরা অস্থিরতায় ভুগছেন : রিজভী দীর্ঘ অপেক্ষার অবসান, নাবিকদের কাছে পেয়ে কেঁদে ফেলেন স্বজনরা

সকল