২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১, ১৮ শাওয়াল ১৪৪৫
`


ভাতিজিকে তসলিমা নাসরিনের সাথে তুলনা : জামিন পেলেন না সেই চাচা

আদালত
তসলিমা নাসরিন - ছবি: সংগৃহীত

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাতিজিকে নিয়ে বিরূপ মন্তব্য করার মামলায় চাচা জিয়াউদ্দিন পারভেজ জামিন পাননি।

সাইবার ট্রাইব্যুনাল বাংলাদেশ-এর বিচারক আস-সামছ জগলুল হোসেন গতকাল মঙ্গলবার শুনানী শেষে জামিনের আবেদন নাকচ করেন।

ভাতিজিকে নাস্তিক, যৌনকর্মী, পতিতা ও ভারতে নির্বাসিত লেখিকা তসলিমা নাসরিনের সাথে তুলনা করার অভিযোগে জিয়াউদ্দিনের বিরুদ্ধে মামলাটি দায়ের করা হয়েছিল।

গত ৭ এপ্রিল সৌদি আরব থেকে দেশে ফিরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ইমিগ্রেশনের হাতে আটক হন আসামি জিয়াউদ্দিন পারভেজ। পরে পুলিশ তাকে গ্রেফতার করে সাইবার ট্রাইব্যুনাল আদালতে পাঠালে আদালত সেদিনই তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

গতকাল আসামি পক্ষ এ আদালতে পুনরায় জামিনের জন্য আবেদন করে। আদালত শুনানী শেষে জামিনের আবেদন নাকচ করেন।

আসামির বাড়ি কক্সবাজার জেলার কক্সবাজার সদর থানায়। মামলাটিতে বাদীর চাচী ফারহানা আলী মৌ-ও আসামি। তিনি আদালতে আত্মসমর্পণ করে জামিনে রয়েছেন।

মামলার বাদী একটি এনজিও’র প্রধান নির্বাহী। তিনি ২০১৭ সালের ২০ মার্চ ঢাকার একটি থানায় এ মামলা দায়ের করেন।

মামলায় বলা হয়, গত ১৯ মার্চ বাদী মোবাইল ফোনে দেখতে পান, আসামিরা ফেসবুকে তার সম্পর্কে মানহানি ও আপত্তিকর স্ট্যাটাস দিয়েছেন। সেখানে আসামিরা বাদীকে নাস্তিক, যৌনকর্মী, পতিতা বলে অভিহিত করেন। এছাড়া তারা বাদীকে ভারতে নির্বাসিত লেখিকা তসলিমা নাসরিনের সাথেও তুলনা করেন। গত ৮ মার্চ থেকে ১৯ মার্চ পর্যন্ত আসামিরা ওই পোস্টগুলো করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা ২০১৮ সালে ১ জুলাই তারিখে আদালতে চার্জশীট দেয়। আদালত চার্জশীটটি গ্রহন করে আসামির বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারীর নির্দেশ দেন। সেমতে গত ৭ এপ্রিল তারিখে আসামি গ্রেফতার হয়। মামলাটি চার্জগঠনের জন্য আগামী ২১ আগস্ট শুনানির দিন ধার্য আছে।

মামলার চার্জশিটে উল্লেখ করা হয়- আসামিরা বাদীর আপন চাচা-চাচী। সম্পত্তি, ধর্মীয় মতাদর্শ ও পারিবারিক কলহের জের ধরে বহুদিন তাদের মধ্যে বিরোধ চলমান। মামলার বাদী প্রগতিশীল ও নারী অধিকার আন্দোলনের সাথে জড়িত। আসামিরা ভিন্ন মতাদর্শী। ফলে তারা ভাতিজির কাজের ঘোরবিরোধী হওয়ায় বাদীর বিরুদ্ধে ফেসবুকে মানহানি ও আপত্তিকর স্ট্যাটাস পোস্ট করেন।


আরো সংবাদ



premium cement
নোয়াখালীতে গরমে শ্রেণিকক্ষে অসুস্থ হয়ে পড়ল ১৮ শিক্ষার্থী থাইল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রীর আকস্মিক পদত্যাগ রাজশাহীর তাপমাত্রা ৪২ ডিগ্রি, হিটস্ট্রোকে যুবকের মৃত্যু বরিশালে যাত্রীবেশে উঠে চালকের গলায় ছুরি, প্রতারক দম্পতি গ্রেফতার রাজশাহীর পদ্মা নদীতে গোসলে নেমে আরো ২ শিশুর মৃত্যু ব্যাটিং ব্যর্থতায় ভারতের কাছে বাংলাদেশের হার এনজিওর টাকা তুলতে গিয়ে সড়ক দুর্ঘটনায় গৃহবধূ নিহত ভিজিএফবঞ্চিতদের মানববন্ধনে উপজেলা ভাইস চেয়ারম্যানের নেতৃত্বে হামলা, আটক ২ ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা আইনের খসড়ায় মানবাধিকার ক্ষুণ্ণ হওয়ার ঝুঁকি রয়েছে : আর্টিকেল নাইনটিন ও টিআইবি পিনাকীসহ দু'জনের বিরুদ্ধে চার্জশিট, একজনকে অব্যাহতির সুপারিশ সিরাজদিখানে প্রচণ্ড গরমে মাধ্যমিক বিদ্যালয়ের ৬ শিক্ষার্থী অসুস্থ

সকল