০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১, ২৫ শাওয়াল ১৪৪৫
`


মহামারী মোকাবেলায় পারস্পরিক সহযোগিতা গুরুত্বপূর্ণ : পররাষ্ট্রমন্ত্রী

-

করোনা মহামারী মোকাবেলায় বিশ্বের বিভিন্ন দেশের মধ্যে পারস্পরিক সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. আব্দুল মোমেন। তিনি বলেছেন, আমাদেরকে অবশ্যই সক্ষমতা অনুযায়ী সর্বোচ্চ সহযোগিতা করতে হবে। সহযোগিতার মাধ্যমেই আমরা মহামারীর দুর্ভোগ লাঘব করতে পারব। গতকাল বাংলাদেশকে দেয়া সিঙ্গাপুর রেড ক্রস সোসাইটির করোনা চিকিৎসা ও সুরক্ষাসামগ্রী হস্তান্তর উপলক্ষে আয়োজিত ভার্চুয়াল অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন। এসব সামগ্রীর মধ্যে রয়েছে ৫০টি ১০ লিটার অক্সিজেন কনসেন্ট্রেটর এবং ১৫ লাখ সার্জিক্যাল মাস্ক।
ড. মোমেন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোভিড মোকাবেলার ক্ষেত্রে জীবন ও জীবিকার মধ্যে যথাযথ ভারসাম্য বজায় রাখার ব্যাপারে খুবই সতর্ক। তাই বাংলাদেশের কোভিড মোকাবেলায় পদক্ষেপ অন্যান্য দেশের চেয়ে বেশি সফল হয়েছে। বন্ধু দেশগুলোর সাথে সহযোগিতার মাধ্যমে কোভিড পরিস্থিতি থেকে উত্তরণে আমরা দৃঢ়প্রতিজ্ঞ।
তিনি বলেন, এই মুহূর্তে দেশে অক্সিজেন কনসেন্ট্রেটরের সরবরাহ খুবই গুরুত্বপূর্ণ। সময় উপযোগী এই সরবরাহের জন্য সিঙ্গাপুর সরকার ও সিঙ্গাপুর রেড ক্রস সোসাইটিকে ধন্যবাদ। আজকের এই ঘটনা বাংলাদেশ ও সিঙ্গাপুরের মধ্যে দ্বিপক্ষীয় সহযোগিতার ক্ষেত্রে একটি মাইলফলক হয়ে থাকবে।
বাংলাদেশ সরকার রোহিঙ্গা শরণার্থীদের ভাসানচরে স্থানান্তরের পর প্রথম দেশ হিসেবে সেখানে সিঙ্গাপুরের ত্রাণ পাঠানোর কথা উল্লেখ করে ড. মোমেন বলেন, উভয় দেশ বৈশ্বিক ফোরামগুলোতে বিভিন্ন ইস্যুতে অভিন্ন অবস্থান নিয়ে কাজ করছে। বাংলাদেশে সরাসরি বিদেশী বিনিয়োগের (এফডিআই) ক্ষেত্রে শীর্ষ পাঁচটি দেশের মধ্যে সিঙ্গাপুর অন্যতম। বাংলাদেশে বিশেষ অর্থনীতি ও শিল্প অঞ্চলগুলোতে বিনিয়োগে সিঙ্গাপুর এগিয়ে আসবে বলে তিনি আশা প্রকাশ করেন পররাষ্ট্রমন্ত্রী।
বাংলাদেশ ও সিঙ্গাপুরের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্যকে ‘উল্লেখযোগ্য’ হিসেবে আখ্যায়িত করেন ড. মোমেন।


আরো সংবাদ



premium cement
সুন্দরবনে জ্বলছে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট শায়েস্তাগঞ্জে সাবেক সেনা সদস্য ট্রাকচাপায় নিহত ইসরাইল-গাজা যুদ্ধবিরতি আলোচনা নিয়ে কায়রোতে জোরদার প্রচেষ্টা ভার্জিনিয়া বিশ্ববিদ্যালয় থেকে ২৫ ফিলিস্তিনপন্থী বিক্ষোভকারী আটক গাজীপুরে তুলার গুদামে আগুন স্টপেজের দাবিতে ফরিদপুরে প্রথম দিনই ট্রেনের গতিরোধ সন্দেশখালির ধর্ষণের অভিযোগ সাজানো, বিজেপি নেতার ভিডিওতে তোলপাড় খাগড়াছড়ির দীঘিনালায় বজ্রপাতে মা-ছেলের মৃত্যু গ্রীষ্মমণ্ডলীয় ঘূর্ণিঝড় পূর্ব আফ্রিকায় মানবিক সঙ্কটের অবনতির হুমকি স্বরূপ এ জে মোহাম্মদ আলীর সম্মানে সুপ্রিম কোর্টের বিচারকাজ বন্ধ ঘোষণা অনির্দিষ্টকালের জন্য সারাদেশে কর্মবিরতিতে পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারীরা

সকল