০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১, ২৫ শাওয়াল ১৪৪৫
`


আমজাদ হোসেনের জানাজায় জনসমুদ্র

সৈয়দপুরে অধ্যক্ষ মো: আমজাদ হোসেন সরকারের নামাজে জানাজার একাংশ : নয়া দিগন্ত -

শুধু সৈয়দপুর বা নীলফামারী নয় বরং উত্তরবঙ্গের এক উজ্জ্বল নক্ষত্রকে হারালাম আমরা। তিনি শুধু বিএনপির নেতা ছিলেন না, ছিলেন সব দল ও মতের উর্ধ্বে জনতার নেতা। যার প্রমাণ আজকের এই জনসমুদ্র। যেখানে সমবেত হয়েছেন অত্রাঞ্চলের বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গসহ সর্বস্তরের সাধারণ মানুষ। তাকে হারিয়ে আমরা আজ খুবই ব্যথাতুর। তার স্থান পূরণ হওয়ার নয়। এ সময় তার খুব প্রয়োজন ছিল আমাদের। কিন্তু অশ্রুসিক্ত নয়নে তাকে আজ বিদায় দিতে হচ্ছে। উপরোক্ত কথাগুলো বলেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র মহাসচিব মীর্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি গতকাল শুক্রবার বাদ জুমা সৈয়দপুর শহরের পশ্চিম পাটোয়ারীপাড়ায় নীলফামারী-৪ আসনের সাবেক এমপি, সৈয়দপুর পৌরসভার ৪ বারের নির্বাচিত মেয়র ও কেন্দ্রীয় বিএনপির গ্রাম সরকার বিষয়ক সহ-সম্পাদক অধ্যক্ষ মো: আমজাদ হোসেন সরকারের জানাজা পূর্বে স্মৃতিচারণ করতে গিয়ে এমন মন্তব্য করেন। তিনি আরো বলেন, আমজাদ ছিল অত্যন্ত সাহসী ও সত্যবাদী। যে কারণে তাকে কেউ দমিয়ে রাখতে পারেনি। সবসময় সে সৈয়দপুরবাসীর উন্নয়ন নিয়ে ভাবত। সারা জীবন সৈয়দপুরের মানুষের সেবায় নিজেকে উৎসর্গ করে গেলেন। তিনি আপনাদেরকে অত্যন্ত ভালোবাসতেন। এ কারণে আপনারাও তাকে প্রিয় নেতা হিসেবে ভালোবাসেন। তাইতো বারবার তাকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন। তার রূহের মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। আপনারা তাকে মাফ করে দেবেন এবং দোয়া করবেন যেন আল্লাহ তাকে বেহেশত নসিব করেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন বিএনপির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও সাবেক মন্ত্রী আসাদুল হাবিব দুলু, নির্বাহী কমিটির সদস্য ও দিনাজপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও চিরিরবন্দর-খানসামা আসনের সাবেক এমপি আখতারুজ্জামান মিয়া, নীলফামারী-৪ আসনের এমপি আহসান আদেলুর রহমান আদেল, নীলফামারী-৪ আসনের সাবেক এমপি আলহাজ শওকত চৌধুরী, নীলফামারী জেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন, নীলফামারী জেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র দেওয়ান কামাল আহমেদ, নীলফামারী জেলা বিএনপির সভাপতি আলমগীর সরকার, বাংলাদেশ জামায়াতে ইসলামী সৈয়দপুর উপজেলা আমির হাফেজ আব্দুল মুনতাকিম, সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ আব্দুল গফুর সরকার, উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক ও ইকু গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এবং সৈয়দপুর পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী আলহাজ সিদ্দিকুল আলম সিদ্দিক, পাবর্তীপুর পৌরসভার মেয়র আলহাজ মিনহাজুল হক, হাজারীহাট স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ও বিএনপি নেতা লুৎফর রহমান চৌধুরী, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোজাম্মেল হক, আমজাদ হোসেন সরকারের ছোট ভাই ও জেলা যুবদলের সাবেক সভাপতি আলহাজ রশিদুল হক সরকার এবং জেলা বিএনপির সাবেক কোষাধ্যক্ষ ও বিশিষ্ট চাল ব্যবসায়ী আলহাজ ইকবাল হোসেন ভোলা।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সৈয়দপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোখছেদুল মোমিন, ভাইস চেয়ারম্যান আজমল হোসেন সরকার, উপজেলা যুবলীগের আহ্বায়ক দিলনেওয়াজ খান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মহসিনুল হক মহসিন, পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রফিকুল ইসলাম বাবু, বসুন্ধরা কিংসের সাধারণ সম্পাদক মিনহাজুল ইসলাম মিনহাজসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও সুশীল সমাজের ব্যক্তিবর্গ এবং সৈয়দপুরের প্রায় ৩ লক্ষাধিক মানুষ। জানাজা শেষে মরহুমকে পারিবারিক কবরস্থানে তার পিতা মরহুম মকবুল হোসেন সরকারের পাশেই দাফন করা হয়। এর আগে বিভিন্ন সংগঠন প্রতিষ্ঠান ও সংস্থার পক্ষ থেকে মরহুমের কফিনে শ্রদ্ধাঞ্জলি পুষ্পার্ঘ্য অর্পণ করা হয় এবং বিএনপির দলীয় পতাকা দিয়ে ঢেকে সম্মাননা জানানো হয়।
উল্লেখ্য, গত ১৪ জানুয়ারি ঢাকায় বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পৌর মেয়র অধ্যক্ষ মো: আমজাদ হোসেন সরকার ইন্তেকাল করেন। তার বয়স হয়েছিল ৬৩ বছর। তিনি স্ত্রী, একমাত্র ছেলে, তিন ভাই ও চার বোনসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।


আরো সংবাদ



premium cement
গ্রিড লাইনের ত্রুটিতে সিলেট বিভাগে বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন ভুক্তভোগী নারী ও তার পাশে দাঁড়ানো ব্যক্তিদের হয়রানির প্রতিবাদ বাড্ডায় নারীর অর্ধগলিত লাশ উদ্ধার কথিত স্বামী পলাতক গ্রেফতারকৃতদের পরিবারের সাথে সাক্ষাৎ করবে খতমে নবুওয়ত ঝিনাইদহ-১ আসনে উপ-নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী নায়েব আলী জাতীয় গ্রিডে ত্রু‌টি, সিলেট বিভাগে বিদ্যুৎ বিপর্যয় ফিলিস্তিনি শিক্ষার্থীদের জন্য ঢাবিতে নিয়মিত ২০ আসন বরাদ্দ রেকর্ড গড়ে সাদিক খান আবারো লন্ডনের মেয়র আগামী ২ মাসের মধ্যে ভাঙ্গা-খুলনা-যশোর পর্যন্ত ট্রেন চালু হবে : জিল্লুল হাকিম ফতুল্লায় ব্যবসায়ী অপহরণ, গ্রেফতার ৭ তাপদাহের কারণে গোসল করতে গিয়ে কলেজছাত্রের মৃত্যু

সকল