০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১, ২৫ শাওয়াল ১৪৪৫
`


নানার বাড়ি বেড়াতে এসে করতোয়ায় ডুবে ২ বন্ধুর মৃত্যু

-

ঈদের ছুটিতে নানার বাড়িতে বেড়াতে এসে গাইবান্ধার পলাশবাড়ীতে করতোয়া নদীর পানিতে ডুবে ২ বন্ধুর মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে গতকাল শুক্রবার দুপুরে উপজেলার হোসেনপুর ইউনিয়নের কিশামত চেরেঙ্গা গ্রামের করতোয়া নদীতে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ঈদ খুশি উদযাপনে বগুড়া থেকে এক বন্ধুসহ সহোদর দুই ভাইবোন পলাশবাড়ী উপজেলার হোসেনপুর ইউনিয়নের হাসবাড়ী নানার বাড়ি আসে। সেখানে আত্মীয়স্বজন ও বন্ধু-বান্ধবদের সাথে কুশলবিনিময়ের পর তারা পাশেই কিশামত চেরেঙ্গা গ্রাম এলাকায় করতোয়া নদী দেখতে যায়। একপর্যায়ে তাদের মধ্যে ৩ মেয়ে পানিতে নেমে পড়ে। এ সময় তীব্র স্রোতে ওই তিনজন ভেসে যাচ্ছিল। এ দৃশ্য দেখে ওপরে থাকা মেয়ে তাদের প্রাণ বাঁচাতে পানিতে নেমে পড়ে। এ সময় মেয়েদের প্রাণ বাঁচাতে গিয়ে পানির তোড়ে ভেসে গিয়ে তারা নিজেরাই প্রাণ হারায়। স্থানীয়রা ঘটনাস্থল থেকে তাদের লাশ উদ্ধার করে। পরে একটি ভ্যানে মৃত ২ তরুণ ও ৩ মেয়েসহ ৫ জনকেই পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়।
মৃতরা হলেনÑ বগুড়া উপশহরের মৃত সেকেন্দার আলীর ছেলে সিয়াম (১৮) ও তার বন্ধু বগুড়ার শিবগঞ্জ উপজেলার বিহারহাট এলাকার মৃত শফিকুর রহমানের ছেলে সাজিদ (১৮)। আহতরা হলেনÑ বগুড়া উপশহরের মৃত সেকেন্দার আলীর মেয়ে সিনথিয়া আফরিন প্রীথা (২২), পলাশবাড়ী উপজেলার হরিণমারী গ্রামের সাদেক আলীর মেয়ে সানজিদা আক্তার স্বর্ণা (১৯) ও গোয়ালপাড়া গ্রামের রেজওয়ানের স্ত্রী (২৫)। খবর পেয়ে থানা অফিসার ইনচার্জ মাসুদুর রহমান মাসুদ ঘটনাস্থল পরিদর্শন করেন। এ ঘটনায় এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।


আরো সংবাদ



premium cement
গ্রিড লাইনের ত্রুটিতে সিলেট বিভাগে বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন ভুক্তভোগী নারী ও তার পাশে দাঁড়ানো ব্যক্তিদের হয়রানির প্রতিবাদ বাড্ডায় নারীর অর্ধগলিত লাশ উদ্ধার কথিত স্বামী পলাতক গ্রেফতারকৃতদের পরিবারের সাথে সাক্ষাৎ করবে খতমে নবুওয়ত ঝিনাইদহ-১ আসনে উপ-নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী নায়েব আলী জাতীয় গ্রিডে ত্রু‌টি, সিলেট বিভাগে বিদ্যুৎ বিপর্যয় ফিলিস্তিনি শিক্ষার্থীদের জন্য ঢাবিতে নিয়মিত ২০ আসন বরাদ্দ রেকর্ড গড়ে সাদিক খান আবারো লন্ডনের মেয়র আগামী ২ মাসের মধ্যে ভাঙ্গা-খুলনা-যশোর পর্যন্ত ট্রেন চালু হবে : জিল্লুল হাকিম ফতুল্লায় ব্যবসায়ী অপহরণ, গ্রেফতার ৭ তাপদাহের কারণে গোসল করতে গিয়ে কলেজছাত্রের মৃত্যু

সকল