০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১, ২৭ শাওয়াল ১৪৪৫
`


কোরবানির পশু কেনাকাটায় চালু হচ্ছে ডিএনসিসি ডিজিটাল হাট

-

করোনাভাইরাস সংক্রমণের ঝুঁকি এড়াতে কোরবানির পশু বিক্রির অনলাইন হাট চালু করতে যাচ্ছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। আইসিটি ডিভিশন, মৎস্য ও পশুসম্পদ মন্ত্রণালয়, বাংলাদেশ ডেইরি ফার্ম অ্যাসোসিয়েশন, স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন মন্ত্রণালয় ও বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সহযোগিতায় ডিএনসিসি ডিজিটাল হাট বাস্তবায়ন করবে ঢাকা উত্তর সিটি করপোরেশন ও ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ। আজ শনিবার হাটটির কার্যক্রম উদ্বোধনের কথা রয়েছে।
ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ই-ক্যাব) সাধারণ সম্পাদক আব্দুল ওয়াহেদ তমাল নয়া দিগন্তকে বলেন, মূলত করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে এ উদ্যোগ নেয়া হয়েছে। ই-ক্যাবের ৫০-এর অধিক অনলাইন প্রতিষ্ঠান এ কার্যক্রমে যুক্ত থাকবে। আমাদের ডিজিটাল থেকে পছন্দ করে ক্রেতারা পশু কিনতে পারবে। তাদের পশু বাসায় পৌঁছে দেয়ার ব্যবস্থা থাকবে। এ ছাড়া কেউ চাইলে তার কেনা পশু হালাল উপায়ে জবাই করে গোশত বাসায় পৌঁছে দেয়ার ব্যবস্থা করা হবে।


আরো সংবাদ



premium cement