০৬ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১, ২৬ শাওয়াল ১৪৪৫
`


এক মাসের খাবারের বিল ২০ কোটি টাকা

গণমাধ্যমে প্রকাশিত খবরকে মিথ্যা ও বানোয়াট বললেন ঢামেক পরিচালক

-

ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে করোনাভাইরাস চিকিৎসায় নিয়োজিত চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের এক মাসের খাবারের বিল ২০ কোটি টাকা বলে বিভিন্ন গণমাধ্যমে যে খবর প্রচারিত হয়েছে তাকে উদ্দেশ্যপ্রণোদিত মিথ্যা ও বানোয়াট বলে দাবি করেছেন পরিচালক এ কে এম নাসির উদ্দিন। গতকাল বুধবার বেলা ১১টায় ঢামেক হাসপাতালে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
করোনাভাইরাস আক্রান্তদের চিকিৎসায় নিয়োজিত ঢামেক হাসপাতালের চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের ‘এক মাসের খাবারের বিল ২০ কোটি টাকা এসেছে’ বলে কয়েকটি সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয়। এ নিয়ে গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয় আলোচনা-সমালোচনা।
বিষয়টি সংসদ অধিবেশনে উঠলে প্রধানমন্ত্রী শেখ হাসিনাও গত সোমবার এ নিয়ে কথা বলেন তিনি। এক মাসের খাবারের বিল ২০ কোটি টাকা কী করে হয়, তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানান তিনি।
গতকাল বুধবার সংবাদ সম্মেলন করে বিষয়টি নিয়ে বিস্তারিত তুলে ধরেন হাসপাতাল পরিচালক।
তিনি বলেন, ‘গত দুই মাসে করোনা রোগীদের চিকিৎসায় নিয়োজিত ছিলেন চিকিৎসক, নার্স, তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারী এবং আনসার সদস্যসহ মোট তিন হাজার ৬৮৮ জন। ডিউটি রোস্টার অনুযায়ী তারা এক সপ্তাহ করোনা ওয়ার্ডে ডিউটি করার পর পরবর্তী তিন সপ্তাহ আবাসিক হোটেলে কোয়ারেন্টিনে ছিলেন। এ হিসেবে প্রত্যেককে এক মাস করে আবাসিক হোটেলে অবস্থান করতে হয়।’
‘গত দুই মাসে আবাসিক হোটেল ভাড়া, দৈনিক তিন বেলার খাবার এবং যাতায়াত ভাতা বাবদ সম্ভাব্য ব্যয় ২৬ কোটি টাকা হিসেব ধরে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের কাছে চাহিদাপত্র পাঠানো হয়। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় ২০ কোটি টাকা বরাদ্দ দেয়। কিন্তু বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত চিকিৎসকদের এক মাসের খাবার খরচবাবদ ২০ কোটি টাকা শীর্ষক প্রতিবেদন সম্পূর্ণ মিথ্যা বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত।’
এ দিকে ঢামেক হাসপাতালে ২ মে থেকে শুরু হওয়া করোনা ইউনিটে গত মঙ্গলবার পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়ে তিন হাজার ৯০৪ জন রোগী চিকিৎসা নেন এর মধ্যে এক হাজার ৫৮০ জন রোগী সুস্থ হয়ে বাসায় চলে যান। আগত রোগীদের মধ্যে এক হাজার ৫৮৯ জন রোগী করোনায় পজিটিভ ছিল। মোট রোগীদের মধ্যে ৮৮৩ জন রোগী মারা গেছেন। তাদের মধ্যে করোনা পজিটিভে মারা যান ২১৪ জন।

 


আরো সংবাদ



premium cement
রোহিঙ্গা গণহত্যা মামলায় ওআইসি’র সহযোগিতা চেয়েছেন পররাষ্ট্রমন্ত্রী টর্চার সেলে শিশু-বৃদ্ধদের পেটাতেন মিল্টন : হারুন গাজা ত্যাগ করবে না ইউএনআরডব্লিউএ শৈলকুপায় সাংবাদিক মফিজুলের ওপর হামলা : প্রেসক্লাবের উদ্যোগে মানববন্ধন বিএনপির ভাবনায় ক্লান্ত ওবায়দুল কাদের : রিজভী অনলাইন জুয়ায় ২০ লাখ টাকা হেরে যুবকের আত্মহত্যা আল-জাজিরার অফিসে ইসরাইলি পুলিশের হানা মালয়েশিয়ায় কাল বৃহত্তম আন্তর্জাতিক ধর্মীয় সম্মেলন রাস্তা প্রশস্ত করতে কাটা হবে ৮৫৬টি গাছ সম্পদ অর্জনে এমপিদের পেছনে ফেলেছেন চেয়ারম্যানরা : টিআইবি গাজায় ‘গণহত্যা’র নিন্দা জানিয়ে ইসরাইলের বিরুদ্ধে নিষেধাজ্ঞার আহ্বান ওআইসির

সকল