০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১, ২৫ শাওয়াল ১৪৪৫
`


গজারিয়া ও চরভদ্রাসনে ৩ জন নিহত

-

মুন্সীগঞ্জের গজারিয়ায় ও ফরিদপুরের চরভদ্রাসনে সড়ক দুর্ঘটনায় এক বৃদ্ধাসহ তিনজন নিহত হয়েছেন।
মুন্সীগঞ্জ সংবাদদাতা জানান, মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের আলীপুরায় গতকাল সকালে এক সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহতরা হলেনÑ চাঁদপুর জেলার হাজীগঞ্জ ইছাপুরা গ্রামের মো: মোস্তফার ছেলে জাকির হোসেন (২৪) এবং একই স্থানের মো: মান্নানের ছেলে মিরাজ (১৮)।
গজারিয়ার ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ কবির হোসেন খান জানান, চাঁদপুরগামী দুই মোটরসাইকেল আরোহী ঘটনাস্থলে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় পড়েন। তিনি বলেন, দুর্ঘটনার পর আহতাবস্থায় দুই আরোহীকে স্থানীয় ভবেরচর স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে জাকির মারা যান উন্নত চিকিৎসার জন্য মিরাজকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে আনা হলে সেখানে তার মৃত্যু হয়।
ফরিদপুর সংবাদদাতা জানান, ফরিদপুরে মোটরসাইকেলে চাপা পড়ে নিহত হয়েছেন হাজেরা বেগম (৬৮) নামে এক বৃদ্ধা। গতকাল সকালে ফরিদপুর-চরভদ্রাসন আঞ্চলিক সড়কে চরভদ্রাসনের গাজীরটেক ইউনিয়নের গাজীরটেক মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ দুর্ঘটনায় আহত হয়েছেন মোটরসাইকেলচালক রায়হান ব্যাপারী (১৮)। তাকে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হাজেরা বেগম গাজীরটেক গ্রামের মৃত শেখ মোহরের স্ত্রী। অপর দিকে রায়হান ব্যাপারী ওই একই গ্রামের আজহার ব্যাপারীর ছেলে। রায়হান চলতি বছর উচ্চমাধ্যমিক পাস করেছেন।
ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানান, হাজেরা বেগম সড়কের পাশে বসে পাটের আশ ছাড়াচ্ছিলেন। ওই সময় ফরিদপুরগামী ওই মোটরসাইকেলটি ঘটনাস্থলে নিয়ন্ত্রণ হারিয়ে বৃদ্ধাকে চাপা দিয়ে সড়কের পাশে একটি খেজুর গাছের সাথে ধাক্কা লাগে।
চরভদ্রাসন থানার উপপরিদর্শক (এসআই) ইফতেখারুল ইসলাম বলেন, এ দুর্ঘটনায় হাজেরা বেগম ঘটনাস্থলেই নিহত হন। আহত রায়হানকে এলাকাবাসী ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।


আরো সংবাদ



premium cement
জাল দলিলে আপনার জমি দখল হয়ে গেলে কী করবেন? আমির খানকে পাকিস্তান সেনাবাহিনীর বিশেষ সম্মাননা টানা জয়ের খোঁজে অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে বাংলাদেশ ‘শুক্রবার ক্লাস নেয়ার বিষয়টি ভুল করে ফেসবুকে পোস্ট হয়েছিল’ চকরিয়ায় চিংড়ি ঘের থেকে একজনের লাশ উদ্ধার জনগণের কথা চিন্তা করে জনবান্ধব আইন তৈরি করতে হবে : আইনমন্ত্রী হাওরের ৯৭ শতাংশ বোরো ধান কাটা শেষ : কৃষি মন্ত্রণালয় শিক্ষকদের ওপর হামলাকারী শিক্ষার্থীদের বহিষ্কার চায় শিক্ষক সমিতি কিশোরগঞ্জে কালবৈশাখী ঝড়ে অন্তঃসত্তা মা ও পাঁচ বছরের ছেলের মৃত্যু ঝড়ে পড়ে যাওয়া মাদরাসা ঘর এক মাসেও মেরামত হয়নি গুচ্ছের‘বি' ইউনিটের ফল প্রকাশ, পাশ ৩১ হাজার

সকল