০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১, ২৩ শাওয়াল ১৪৪৫
`


রোহিঙ্গাদের আশ্রয় দিতে ভারতের প্রতি আহ্বান জাতিসঙ্ঘের

-

রোহিঙ্গাদের আশ্রয় দেয়ার জন্য ভারতের প্রতি আহ্বান জানিয়েছে জাতিসঙ্ঘের শরণার্থী সংস্থা ইউএনএইচসিআর। বাংলাদেশ সীমান্তের জিরো লাইনে আটকে পড়া রোহিঙ্গাদের ব্যাপারে ভারতের সাথে কথা বলবে জাতিসঙ্ঘের এ সংস্থা।
গতকাল পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে ইউএনএইচসিআরের নবনিযুক্ত আবাসিক প্রতিনিধি স্টিফেন করিস এ কথা জানান। এর আগে তিনি পররাষ্ট্রমন্ত্রী ড. আব্দুল মোমেনের কাছে তার পরিচয়পত্র পেশ করেন।
ইউএনএইচসিআরের আবাসিক প্রতিনিধি বলেন, রোহিঙ্গা প্রত্যাবাসনের জন্য রাখাইন এখনো নিরাপদ নয়। রাখাইন পরিস্থিতি প্রত্যাবাসনের অনুকূলে না যাওয়া পর্যন্ত বাংলাদেশ, ভারতসহ যেসব দেশে রোহিঙ্গারা আশ্রয় নিয়েছে তাদের সেখানেই থাকতে দেয়ার আহ্বান জানাব। বাংলাদেশ-ভারত সীমান্তে ভারতের অংশে অবস্থান করা রোহিঙ্গাদের ব্যাপারে নয়াদিল্লির সাথে কথা বলব।
তিনি বলেন, রোহিঙ্গাদের নিরাপদ এবং স্বেচ্ছাপ্রত্যাবাসন নিশ্চিত করতে মিয়ানমারের সাথে কাজ করছে ইউএনএইচসিআর। কক্সবাজারে একাধিক শিবিরে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের আস্থা অর্জন করে রাখাইনে ফেরত পাঠাতে সহযোগিতা করা হবে। এ ব্যাপারে মিয়ানমার সরকারের সাথে আলোচনা চলছে।
স্টিফেন করিসকে স্বাগত জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী মানবতাকে সমুন্নত রাখতে বাংলাদেশের সুদীর্ঘ ইতিহাস তুলে ধরেন। তিনি বলেন, ১১ লাখ রোহিঙ্গাকে আশ্রয় দিয়ে শেখ হাসিনার সরকার একটি সাহসী পদক্ষেপ নিয়েছে। তবে বাংলাদেশে রোহিঙ্গাদের দীর্ঘ অবস্থান আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতাকে ঝুঁকির মুখে ফেলতে পারে।
রোহিঙ্গা সঙ্কট নিরসনে জাতিসঙ্ঘ সাধারণ অধিবেশনে প্রধানমন্ত্রীর দেয়া তিন দফা প্রস্তাব, জাতিসঙ্ঘ মানবাধিকার কাউন্সিলের তথ্যানুসন্ধান দলের প্রতিবেদন এবং কফি আনান কমিশনের সুপারিশ অনুযায়ী রোহিঙ্গা সঙ্কটের মূল কারণ সুরাহায় ইউএনএইচসিআরের আবাসিক প্রতিনিধির প্রতি আহ্বান জানান পররাষ্ট্রমন্ত্রী।

 


আরো সংবাদ



premium cement
ঘিওরে নির্বাচনে অংশ নেয়ায় বিএনপির ২ নেতাকে কারণ দর্শানোর নোটিশ জিম্বাবুয়েকে লজ্জার রেকর্ডের দিকে ঠেলে দিচ্ছে টাইগাররা জনগণের কাছে হেরে যাওয়ার আগে ক্ষমতা ছেড়ে দিন : ফারুক আলমডাঙ্গায় ভয়াবহ অগ্নিকাণ্ড নয়টি বাড়ি পুড়ে ছাই গৌরনদীতে আ’লীগের ২ পক্ষের সংঘর্ষ, ইউপি চেয়ারম্যানসহ রক্তাক্ত জখম ৫ টাঙ্গাইলে তৃষ্ণার্ত মানুষের পাশে সোনালি সূর্য শুরুতেই উইকেটের দেখা পেল বাংলাদেশ নারী কর্মীকে শ্লীলতাহানির অভিযোগ : যা বললেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল মিয়ানমারের পুরুষদের বিদেশে কাজের আবেদন নিষিদ্ধ করল জান্তা সরকার তানজিদ-সাইফুদ্দীনকে নিয়ে মাঠে নেমেছে বাংলাদেশ অপহরণ ও মুক্তিপণ আদায়ের অভিযোগে ৭ জন আটক

সকল