১১ ডিসেম্বর ২০২৪, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ৮ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

মোরেলগঞ্জে চেতনানাশক স্প্রে ছিটিয়ে ঘরের মালামাল লুট

মোরেলগঞ্জে চেতনানাশক স্প্রে ছিটিয়ে ঘরের মালামাল লুট - নয়া দিগন্ত

বাগেরহাটের মোরেলগঞ্জে চেতনানাশক স্প্রে ছিটিয়ে এক পরিবারের সকলকে অজ্ঞান করে ঘরে থাকা নগদ টাকা ও স্বর্ণালঙ্কার সকল মূল্যবান মালামাল লুটে নিয়েছে দুর্বৃত্তরা।

সোমবার (২০ মে) ভোর ৫টার দিকে দক্ষিণ তেলিগাতী গ্রামের মো: সোহাগ গাজীর বাড়িতে এ ঘটনা ঘটে।

জানা গেছে, দুর্বৃত্তরা জানালা থেকে ঘরে চেতনানাশক স্প্রে ছিটিয়ে সোহাগ গাজী (৩৫), তার স্ত্রী ঝর্ণা বেগম (৩০) ও তাদের দুই শিশু সন্তানকে অজ্ঞান করে জানালা ভেঙে ঘরে ঢুকে মূল্যবান মালামাল হাতিয়ে নেয়। বেলা ৮টার দিকে প্রতিবেশীরা বিষয়টি বুঝতে পেরে আত্মীয়-স্বজন ও থানা পুলিশে খবর দেয়।

স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসায় বেলা ২টার দিকে কিছুটা সুস্থ হলে সোহাগ গাজী জানান, দুর্বৃত্তরা তার ঘর থেকে নগদ দেড় লাখ টাকা, ১৪-১৫ ভরি ওজনের স্বর্ণালঙ্কার ও মূল্যবান মালামাল হাতিয়ে নিয়েছে।

ঘটনাস্থল পরিদর্শন শেষে থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সামসুদ্দীন বলেন, স্থানীয়ভাবে চিকিৎসায় সোহাগ গাজী ও তার স্ত্রী কিছুটা সুস্থ হয়েছেন। তাদের ঘর থেকে কী কী মালামাল নিয়েছে তা এখনো সঠিকভাবে জানা যায়নি।

ঘটনাস্থলে পুলিশ রয়েছে এবং তদন্ত চলছে বলেও জানান তিনি।


আরো সংবাদ



premium cement