১২ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ৯ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

ভারতে পাচার হওয়া ৮ বাংলাদেশী নারীকে ২ বছর পর ফেরত

ভারতে পাচার হওয়া ৮ বাংলাদেশী নারীকে ২ বছর পর ফেরত - নয়া দিগন্ত

বিভিন্ন প্রলোভনে পড়ে ভালো চাকরি আসায় অবৈধ পথে ভারতে পাচার হওয়া আট বাংলাদেশী নারীকে দু’বছর পর বেনাপোল দিয়ে বাংলাদেশ ইমিগ্রেশনের কাছে হস্তান্তর করেছে ভারতীয় ইমিগ্রেশনের পুলিশ।

সোমবার বিকেলে নোম্যান্সল্যান্ডে বিজিবি ও পুলিশ উপস্থিত থেকে তাদেরকে গ্রহণ করে।

ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা আযহারুল ইসলাম সাংবাদিকদের জানান, এই নারীরা বিভিন্ন সময়ে ভারতে পাচার হয়ে যায়। পরে দু’দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের যোগাযোগের মাধ্যমে আজ (সোমবার) তাদের দেশে ফেরত আনা হয়েছে।

তিনি আরো জানান, দু’টি এনজিও সংস্থাও কাজ করছে তাদের দেশে আনার ব্যাপারে। ইমিগ্রেশনে তাদের কার্যক্রম শেষে পোর্ট থানায় হস্তান্তর করা হবে।


আরো সংবাদ



premium cement