ধোনির অবসর নিয়ে যা জানাল চেন্নাই সুপার কিংস
- নয়া দিগন্ত অনলাইন
- ২০ মে ২০২৪, ২০:৫৫
চেন্নাইয়ের মাঠে খেলে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) থেকে অবসর নেবেন বলে সমর্থকদের জানিয়েছিলেন মহেন্দ্র সিং ধোনি। কিন্তু চলতি বছর প্লে-অফে উঠতে পারেনি তার দল চেন্নাই সুপার কিংস। তা হলে এবারই কি অবসর নেবেন ধোনি? তার অবসর নিয়ে মুখ খুলেছে চেন্নাই সুপার কিংস।
রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর কাছে হেরে আইপিএল থেকে বিদায়ের পর হতাশ হয়ে পড়েন ধোনি। সবার আগে ব্যাঙ্গালুরু ছেড়ে রাচিতে চলে যান তিনি। চেন্নাই সুপার কিংসের এক কর্মকর্তা জানান, অবসরের সিদ্ধান্তের আগে ধোনি কয়েক মাস অপেক্ষা করতে চাইছেন।
সংবাদমাধ্যমে ওই কর্মকর্তা বলেন, ‘ধোনি চেন্নাইয়ের কাউকে বলেনি যে অবসর নিতে চলেছে। ও ম্যানেজমেন্টকে বলেছে, কয়েক মাস সময় নিতে চায়। তারপরে অবসর নিয়ে সিদ্ধান্ত নেবে।’
এই বিষয়ে কোনো তাড়াহুড়ো করতে চাইছে না চেন্নাই। পুরো সিদ্ধান্ত ধোনির ওপরেই ছেড়ে দিয়েছে তারা।
ওই কর্মকর্তা আরো বলেন, ‘আমরা ধোনির ওপরেই সবটা ছেড়ে দিচ্ছি। ওর মাথায় কী চলছে সেটা ও সবচেয়ে ভালো জানে। দেখা যাক কী হয়।’
সামনের বার আইপিএলের বড় নিলাম। তার আগেই হয়তো ম্যানেজমেন্টকে নিজের সিদ্ধান্ত জানাবেন ধোনি।
গত বছর থেকে চোট সমস্যায় ফেলেছে ধোনিকে। এবারের আইপিএলের আগে হাঁটুতে অস্ত্রোপচার করিয়েছেন তিনি। এখনো মাঝে মাঝে সমস্যা হচ্ছে। ফলে ব্যাট করতে অনেক পরে নামছেন। কম বল খেলার চেষ্টা করছেন। ম্যাচের আগে-পরে হাঁটুতে আইসপ্যাক বেঁধে হাঁটতে দেখা যাচ্ছে ধোনিকে। তাই অবসর নিয়ে তাড়াহুড়ো করতে চাইছেন না তিনি। সব কিছু ভেবে সিদ্ধান্ত নিতে চাইছেন চেন্নাইকে পাঁচ বার ট্রফি জেতানো অধিনায়ক।
সূত্র : আনন্দবাজার পত্রিকা
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা