০২ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১, ২২ শাওয়াল ১৪৪৫
`


খুলনার হাসপাতালে করোনায় আরো ৭ জনের মৃত্যু

- ছবি - সংগৃহীত

খুলনা মহানগরীর চার হাসপাতালে গতকাল সোমবার সকাল ৮টা থেকে আজ মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত করোনায় সাতজনের মৃত্যু হয়েছে। এর আগের ২৪ ঘণ্টায়ও সাতজনের মৃত্যু হয়।

খুলনা ডেডিকেটেড করোনা হাসপাতালের মুখপাত্র জানান, ২৪ ঘণ্টায় নগরীর সোনাডাঙ্গা এলাকার সবুর মোড়ল (৫৫), খালিশপুরের সেলিনা বেগম (৫০) ও চট্টগ্রামের সীতাকুন্ডের হাবিবুল্লাহ (৭০) মারা যান। হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ১১৯ জন। এ সময় হাসপাতালে ভর্তি হয়েছেন ২৭ জন। আর রিলিজ করা হয়েছে ২৭ জনকে।

খুলনার শহীদ আবু নাসের বিশেষায়িত হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র জানান, সেখানে নগরীর সদর হাসপাতাল পশ্চিম এলাকার শামসুল হক (৭৬) নামে একজনের মৃত্যু হয়েছে। হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি রয়েছেন ৩৯ জন। গত ২৪ ঘণ্টায় দু’জন ভর্তি এবং তিনজন রিলিজ পেয়েছেন।

খুলনা জেনারেল হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র জানান, ২৪ ঘণ্টায় হাসপাতালে রূপসা রাজাপুর এলাকার শেখ আবুল হোসেনের (৫৬) মৃত্যু হয়েছে। সেখানে চিকিৎসাধীন রয়েছেন ৩৯ জন। ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন তিনজন। আর রিলিজ পেয়েছেন আটজন।

খুলনা সিটি মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে ৬০ জন ভর্তি রয়েছেন। গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন সাতজন আর রিলিজ পেয়েছেন ১০ জন। গাজী হাসপাতালে ২৪ ঘণ্টায় হাসপাতালের করোনা ইউনিটে নগরীর মুন্সিপাড়ার রহিমা খাতুন (৭২) ও ঝিনাইদহ সদরের মহিলা কলেজ রোডের রহিমা খাতুন (৬৪) মারা গেছেন। হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৬০ জন। ভর্তি হয়েছেন ছয়জন ও রিলিজ পেয়েছেন ছয়জন।


আরো সংবাদ



premium cement
বাংলাদেশ-সৌদি আরবের যৌথ উদ্যোগে ইউরিয়া সার কারখানার সম্ভাব্যতা সমীক্ষা সম্পন্ন আগামী ২ বছর উন্নয়নশীল এশীয় অর্থনীতির প্রবৃদ্ধি ৪.৯ শতাংশ থাকার আশা এডিবি প্রেসিডেন্টের চুয়াডাঙ্গায় আগুনে পুড়ে পানবরজ ছাই মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে অনেক অভিযোগ, রিমান্ডে নেয়া হবে : ডিবি বৃহস্পতিবার সারা দেশের স্কুল-কলেজ বন্ধ ভূরুঙ্গামারীতে চিকিৎসকের কপাল ফাটিয়ে দিলেন ইউপি সদস্য ‘পঞ্চপল্লীর ঘটনা পাশবিক, এমন যেন আর না ঘটে’ টি২০ বিশ্বকাপের পিচ পৌঁছেছে নিউইয়র্কের নাসাউ কাউন্টি স্টেডিয়ামে হাসপাতালে ভর্তি খালেদা জিয়া কমলাপুর স্টেশনে ট্রেন থেকে লাশ উদ্ধার মোরেলগঞ্জে বৃদ্ধের ফাঁস লাগানো লাশ উদ্ধার

সকল