২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`

বেনাপোল বন্দরে পৌঁছেছে ভারতীয় অক্সিজেন এক্সপ্রেস

বেনাপোল বন্দরে পৌঁছেছে ভারতীয় অক্সিজেন এক্সপ্রেস - নয়া দিগন্ত

ভারতীয় রেলওয়ে অক্সিজেন এক্সপ্রেস মেডিক্যাল অক্সিজেন (এলএমও) নিয়ে যশোরের বেনাপোল বন্দরে পৌঁছেছে। অক্সিজেনবাহী ট্রেনটি বাংলাদেশ সময় শনিবার রাত ১০টার দিকে বেনাপোল স্টেশনে পৌঁছায়। স্টেশন মাস্টার সাইদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, বন্দরের সব প্রক্রিয়া শেষ করে শনিবার রাতেই ট্রেনটি বঙ্গবন্ধু সেতু হয়ে ঢাকায় রওনা দেবে।

ভারতের প্রেস ইনফরমেশন ব্যুরোর এক বিবৃতিতে বলা হয়েছে, প্রতিবেশী কোনো দেশের জন্য এটাই অক্সিজেন এক্সপ্রেসের প্রথম যাত্রা।

বিবৃতিতে আরো বলা হয়, বাংলাদেশে এলএমও পরিবহনের জন্য ভারতের দক্ষিণ-পূর্ব রেলওয়ের অধীনস্থ চক্রধরপুর বিভাগের টাটানগরে একটি ইনডেন্ট স্থাপন করা হয়।
শনিবার সকাল ৯টা ২৫ মিনিটের দিকে ১০টি কনটেইনারে ২০০ টন তরল অক্সিজেন ভরার কাজ শেষ হয়েছে। টাটানগর থেকে এটি রওনা দেয়।

চলতি বছরের ২৪ এপ্রিল ভারতের বিভিন্ন রাজ্যে তরল অক্সিজেন সরবরাহের জন্য দেশটির রেলওয়ে অক্সিজেন এক্সপ্রেস সেবাটি চালু করে।

করোনার দ্বিতীয় ঢেউয়ে রাজ্যগুলোতে মেডিক্যাল অক্সিজেনের ব্যাপক ঘাটতি দেখা গিয়েছিল সেই সময়। গুজরাট, মহারাষ্ট্র, দিল্লিসহ বিভিন্ন রাজ্যে অক্সিজেনের অভাবে অনেক রোগীর মৃত্যু হয়। অক্সিজেনের অভাব মেটাতে ভারতীয় রেল অক্সিজেন এক্সপ্রেস চালু করে।

ইতোমধ্যে এই অক্সিজেন এক্সপ্রেস ভারতের ১৫ রাজ্যে কমপক্ষে ৩৫ হাজার টন তরল অক্সিজেন সরবরাহ করেছে।

প্রেস ইনফরমেশন ব্যুরোর বিবৃতিতে বলা হয়, ভারতীয় রেলওয়ে বাংলাদেশে দ্রুততম সময়ের মধ্যে যত বেশি সম্ভব তরল অক্সিজেন সরবরাহের এ চেষ্টা অব্যাহত রাখবে।

করোনা আক্রান্তদের চিকিৎসায় অতি প্রয়োজনীয় এই অক্সিজেন বাংলাদেশের হাসপাতালগুলোতে সরবরাহ করা হবে।


আরো সংবাদ



premium cement
জিম্বাবুয়েকে হারিয়ে বিশ্বকে চমকে দিলো ভানুয়াতু বিতর্কিত ক্যাচের ছবির ক্যাপশনে মুশফিক লিখেছেন ‘মাশা আল্লাহ’ উপজেলা নির্বাচনে প্রার্থী হওয়ায় ৭৩ জনকে বহিষ্কার করলো বিএনপি মিরসরাইয়ে অবৈধ সেগুনকাঠসহ কাভার্ডভ্যান জব্দ মানিকগঞ্জে আগুনে পুড়ে যাওয়া মলিরানীর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বিশ্বরেকর্ড ইন্দোনেশিয়ার নারী ক্রিকেটার রোহমালিয়ার ‘এখন আমি কী নিয়ে বাঁচব’ যদি বন্ধু হও, সীমান্তে অহরহ গুলি কেন : ভারতকে ফারুক সাহারা মরুভূমির গরমের মতো অনুভূত হচ্ছে : সরকারকে দায়ী করে রিজভী মধুখালীর পঞ্চপল্লীতে ২ ভাইকে হত্যার প্রতিবাদে সমাবেশ শ্রীলঙ্কাভিত্তিক এয়ারলাইন্স ফিটসএয়ারের ঢাকা-কলম্বো সরাসরি ফ্লাইট চালু

সকল